জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একসঙ্গে থেকেও মানুষ চেনা যায় না! সম্পর্ক নিয়ে অকপট ‘পাখি’ ওরফে মধুমিতা

মধুমিতা সরকার (Madhumita Sarcar), বাংলার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রীর সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘সবিনয়ে নিবেদন’ হলেও মূলত তিনি পরিচিতি লাভ করেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর থেকেই একে একে অভিনেত্রী ঝুলিতে আসতে থাকে অনেক কাজ। মধুমিতার অভিনয় দক্ষতা থাকায় ছোট পর্দা থেকে পরবর্তীকালে বড় পর্দাতেও কাজের সুযোগ পান।

বর্তমানে অভিনেত্রী রয়েছেন খুশির মুডে। একে বছরের শেষ আর এই ২০২৪-এর শেষের দিনগুলিতে পাশে যদি মনের মানুষকে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ইতিমধ্যে অভিনেত্রী সমাজমাধ্যমে তার বড়দিনের এমন কিছু ছবি পোস্ট করেছে যা ঘিরে চলছে জোর গুঞ্জন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা দেখা গেছে তাঁর বিশিষ্ট বন্ধুর সঙ্গে কাটাচ্ছেন জীবনের বিশেষ দিনগুলি, তার জন্মদিন হোক বা ক্রিসমাস।

Madhumita sarcar

এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তাঁর নতুন কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি অভিনেত্রীর দেওয়া একটি ইন্টারভিউতে দেখতে পাওয়া যাচ্ছে মধুমিতা অকপট হয়েছেন তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়ে। সাক্ষাৎকারের শুরুতেই অভিনেত্রী বলেন, এই বছরের শেষটা তাঁর বেশ ভালোই লাগছে। বছরের শুরুতেই আসতে চলেছে মধুমিতার নতুন ছবি, সেখানে আর জে হয়েছেন অভিনেত্রী। এই চরিত্র করার সময় মধুমিতাকে শহরের অনেক আর জে-রা সাহায্য করেছে।

অভিনেত্রী জানান, তিনি তাঁর বাস্তব জীবনে মাকে দেখে সবসময় অনুপ্রাণিত হন। এছাড়াও জীবনে সবার থেকেই অনুপ্রেরণা নেন। দেবমাল্যকে নিয়ে জিজ্ঞাসা করে অভিনেত্রী বলেন, “আমাদের দুজনের মধ্যে আমরা দুজনেই কথা বলি। ও বেশিরভাগ সময় শোনে, কিন্তু যখন ও কথা বলে তখন আমিই শুনি”। আরও বলেন, বন্ধুত্বই তাদের সম্পর্কে সবথেকে বড় ভিত্তি তারপরে বাকি সবকিছু। ইতিমধ্যেই এই জুটি নিয়ে ফেলেছে বিয়ের সিদ্ধান্ত। যাকে বোঝার লিভ ইন করে বা না লিভ ইন করে কোনো পার্থক্য হয় না। পার্টনারের প্রতি বিশ্বাসটা এমন একটা জিনিস কোনরকম ভাবেই কেউ নিরাপদভাবে খেলতে পারে না। আমার মনে হয় আমি আমার, জীবনসঙ্গী খুঁজে পেয়েছি। এটা নিয়েই থাকতে চাই”। মধুমিতার ইন্টারভিউ এর এই শেষ মন্তব্যে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। এখন শুধু আগ্রহ একটাই, অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়তে চলেছে কবে?

TollyTales NewsDesk