জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘খুদে কমরেড’-এর জীবনে এসেছে ‘সারেগামাপা’-এর খ্যাতি! তবে কি এবার থেকে বন্ধ ব্রিগেডে গান গাওয়া? কি বলছেন আরাত্রিকা?

এই মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) গানের রিয়ালিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)। এই মুহূর্তে সকলের কাছেই স্পষ্ট কে বা কারা এই শো জিতেছেন। তবে সকল প্রতিযোগিতার মধ্যে আলাদাভাবে দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে আরাত্রিকা সিনহা।

সারেগামাপা এর বিজেতার খেতাব না জিতলেও পেয়েছেন কালিকাপ্রসাদ বিশেষ সম্মান। বিজয়ী হতে পারিনি বলে গায়িকার কোনো ক্ষোভও নেই। টেলিভিশনখ্যাত গায়িকা হলেও পরিবারের মতাদর্শের জন্য তিনি অনেকের কাছেই ‘খুদে কমরেড’ তকমা পেয়েছেন। গায়িকা নাকি এর আগে ব্রিগেডে গিয়ে গানও গেয়েছেন।

তবে ক্যারিয়ারের খ্যাতি পাওয়ার পরেও কি আরাত্রিকার কাছে যদি ব্রিগেডে গান গাওয়ার সুযোগ আসে তাহলে তিনি কী করবেন? কি জানালেন গায়িকা? এই প্রসঙ্গে আরাত্রিকা বললেন, “যদি আমি উপরে গিয়ে এই মানুষগুলোকে ভুলে যাই তাহলে তো আমার সিঁড়িটাই ফাঁকা হয়ে যাবে। আমি তো পড়ে যাব। তো সেই জন্য যত বড়ই হই না কেন, মানে ফেমাস হই না কেন মানুষের জন্য আমি অবশ্যই আছি। এবং আবারও চাইলে আমি আবারও ব্রিগেডে গান গাইব। সেই আরাত্রিকাকে সবাই দেখতে পাবে”।

প্রসঙ্গত, এই বছরের সারেগামাপা এর বিজেতা নিয়ে অনেকের মধ্যেই অসন্তুষ্টভাব দেখতে পাওয়া গেছে। তাই এই প্রসঙ্গে আরাত্রিকা বলেছেন, “খালি হাতে ফিরিনি। শ্রদ্ধেয় কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা, শ্রদ্ধেয় গ্রুমাদের কাছ থেকে প্রচুর টিপস, শ্রদ্ধেয় বিচারক এবং Zee Bangla-র টেকনিকেল টিমের প্রত্যেকের কাছ থেকে অগাধ ভালোবাসাl পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সঙ্গীতপ্রেমী বাংলা গান শোনেন এমন মানুষেরা ফোন করেছেন বাবাকে অনেকবার”।

অন্যদিকে আবার আরাত্রিকার বাবা আজকের রাজনৈতিক জগতের প্রতি ক্ষোভ জানিয়ে বলেছে, “মানি, তোকে বাঁকুড়া বইমেলায় গান গায়তে দেয়নি, খাদ্যমেলাতেও তোর নাম থেকেও বাদ গেছে, তথ্য সংস্কৃতি দফতর হয়তো জানেই না তুই গান করতে জানিস। সবটা শুধু দেখে গেছি। কিন্তু তোর উপর ছিল আমার অগাধ আস্থা, আমি জানতাম তুই কি পারিস আর কি পারিস না! আমার সাথে দেখা হলে দারুণ হেসে গদগদ হয়ে কথা বলে এরকম অনেক মানুষ তোর গানে কোনদিন লাইক কমেন্ট করেনি। দেখতাম সব কিছুই। পাত্তা সেদিনও দিইনি ,আজও দিই না। আসলে আমার নিজের উপরও সাংঘাতিক আস্থা আছে। আমি জানি কার দ্বারা কি হয়, আর হয় না”।

Soumi

                 

You cannot copy content of this page