জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “কোন গোপনে মন ভেসেছে” (Kon Gopone Mon Bheseche) -এ শুরু থেকেই ত্রিকোণ প্রেমের জটিল সমীকরণ চলছে। একদিকে শ্যামলী (Shyamali), যাকে অনিকেত ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, অনিকেতের জীবনে আসে অনন্যা, যার সঙ্গে তার নতুন সম্পর্ক গড়ে ওঠে। তবে শ্যামলী ফিরে আসার পর থেকেই অনিকেতের সিদ্ধান্তহীনতা আরও প্রকট হয়ে ওঠে।
এক মুহূর্তে সে শ্যামলীর জন্য পাগল, পরের মুহূর্তে অনন্যার সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দেয়। এই ওঠানামার খেলাতেই এখন জমে উঠেছে গল্প, চলছে চূড়ান্ত নাটকীয়তা। তবে এবার কেন্দ্রবিন্দুতে শ্যামলী বা অনন্যা নয়, বরং দর্শকদের রাগের শিকার হলেন স্বয়ং অনিকেত মল্লিক! একদিকে শ্যামলীর জন্য পাগল অনিকেত, অন্যদিকে অনন্যার প্রতি তার উদাসীনতা – সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, শ্যামলী একাই নিজের সম্মান রক্ষা করেছে এবং দোষীদের গ্রামবাসীদের সাহায্যে পুলিশের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে, জোড়াবাড়িতে অনন্যা যখন অনিকেতের ভালোবাসার দাবি করছে, তখন অনিকেত জানিয়ে দিল সে শুধু শ্যামলীকে চায়! অনন্যাকে ডিভোর্স দেওয়ার কথাও সরাসরি বলে দিল সে। দর্শকদের মনে একটাই প্রশ্ন, একটা ‘সরি’ বলায় কি সব মিটে যায়?
এই ঘটনার পর থেকেই দর্শকদের রাগ উপচে পড়ছে। কেউ বলছেন, “অনিকেত নিজের সিদ্ধান্তেই স্থির থাকতে পারে না! একবার শ্যামলী, একবার অনন্যা – কী চায় এই লোক?” কেউ আবার মজার ছলে লিখছেন, “একেই বলে ‘প্রাক্তন ফ্লু’ – অনিকেতের এই অসুখ বোধহয় সারবে না!” অনেকে তো এক ধাপ এগিয়ে অনন্যাকে বলছেন, “দিদি, তুমি বরং বাঁচো! এই মানুষটার সঙ্গে সংসার করলে জীবনটাই শেষ!”
আরও পড়ুনঃ মুম্বাই পাড়ি দিলেন চিরঞ্জিত! থাকবেন প্রসেনজিৎ-এর বাড়িতে! একসঙ্গে কোথায় দেখা যাবে দুজনকে?
সাম্প্রতিক খবরও পাওয়া গেছে এই সিরিয়াল নাকি বন্ধ হতে চলেছে। তবে সিরিয়াল কর্তৃপক্ষ বা কলাকুশলী থেকে তেমন কোন কথা এখনোও শোনা যায়নি। তবে ট্রোলিং যতই হোক, গল্পের নতুন মোড় কিন্তু দর্শকদের নজর কাড়ছে। অনিকেত-অনন্যার দাম্পত্য জীবনে ভাঙনের সুর কি সত্যিই চূড়ান্ত রূপ নিতে চলেছে? নাকি গল্পে আসবে নতুন চমক? আপাতত এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় দর্শকরা।