জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ও তো সারাদিন ফ্রিজ খুলে ঘুমোয়!” – সহঅভিনেত্রীকে অদ্ভুত মন্তব্য অভিষেক বীর শর্মার! ‘জোয়ারভাঁটা’-র জনপ্রিয় উজি ও ঋষির পর্দার বাইরে কেমন সম্পর্ক?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় এখন নতুন সংযোজন ‘জোয়ারভাঁটা’র। প্রতিদিন সন্ধ্যাবেলায় টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক দেখতে বসে অসংখ্য দর্শক। টিআরপি তালিকাতেও ট্রেন্ডিংয়ে উঠে এসেছে এই সিরিয়াল, যা প্রমাণ করছে দর্শকদের ভালোবাসা দিন দিন কতটা বাড়ছে।

ধারাবাহিকের মূল চরিত্র ঋষি ও উজি—যাদের বিয়ের পর্ব এখন সিরিয়ালের কেন্দ্রে। এই জুটির রসায়ন নিয়ে নেটিজেনরাও মুগ্ধ। গল্পের প্রতিটি মোড়ে আছে আবেগ, ও নাটকীয়তার ছোঁয়া, যা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে।

‘ঋষি’ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বীর শর্মা। তিনি জানিয়েছেন, “এত তাড়াতাড়ি দর্শকদের ভালোবাসা পাব, ভাবিনি। এই প্রতিক্রিয়া আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার।” ধারাবাহিকের এই নতুন সাফল্য নিয়ে অভিনেতা ভীষণ গর্বিত বলেও জানান।

অন্যদিকে ‘উজি’ চরিত্রে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতিকে। ‘মিঠিঝোরা’ শেষ হতেই তিনি ‘জোয়ারভাঁটা’-য় যোগ দেন। ছুটি না পেলেও, তিনি বলছেন কাজের আনন্দেই সব ক্লান্তি উধাও। অভিনেতা অভিষেকের সঙ্গে কাজ করতে পেরে তিনিও ভীষণ খুশি।

শুটিং ফ্লোরে যেমন তাদের রসায়ন নজরকাড়া, পর্দার বাইরেও খুনসুটি কম নয়। আরাত্রিকার ঠান্ডা-কাশি নিয়ে মজা করে অভিষেক বলেন, “ও তো সারাদিন ফ্রিজ খুলে ঘুমোয়!” তবে মজার ছলে বললেও তিনি অভিনেত্রীকে টোটকা দিয়েছেন—মধু আর গোলমরিচ খেলে নাকি সব ঠিক হয়ে যাবে!

এই ভাবেই পর্দা আর বাস্তবের মেলবন্ধনে জমে উঠেছে ‘জোয়ারভাঁটা’। দর্শকরাও অপেক্ষা করছেন—এই জুটি আগামী দিনে আরও কতটা ঝড় তুলতে পারে টেলিভিশনের পর্দায়।

Piya Chanda