জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Prasun Gayen: কিছুদিন আগেই বড় গলায় বললেন আর কোনদিন অভিনয় করবেন না টলিউডে, অথচ অভিনেতা প্রসূন গায়েন আবার ফিরতে চলেছেন অভিনয় জগতে! আসল ঘটনা জানলে চমকে যাবেন

বাংলা ইন্ডাস্ট্রির ছোট পর্দা থেকে বড় পর্দার একজন জনপ্রিয় অভিনেতা হলেন প্রসুন গায়েন। যাকে ধারাবাহিক থেকে চলচ্চিত্র সব জায়গায় সমান দক্ষতায় অভিনয় করতে দেখা গেছে। চ্যালেঞ্জ, প্রেম আমার, সেদিন দেখা হয়েছিল, খাসি কথা, কানামাছি-সহ একের পর এক ছবিতে অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০০৮ সালে ছবিতে কাজ করার মাধ্যমে তার অভিনয় জগতে পা দেওয়া। তারপর থেকে এতগুলো বছর দাপিয়ে ইন্ডাস্ট্রিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

Actor Prasun Gain Biography, News, Photos, Videos | NETTV4U

তবে হঠাৎই চলতি বছরের জুন মাসে প্রসূন জানান যে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “প্রিয় বন্ধুরা, দীর্ঘ কয়েক বছর এই সিনেমা ইন্ড্রাস্ট্রিতে আছি। আমার বিরতি নেওয়ার সময় এসেছে। আমি এই জীবিকা থেকে স্বেচ্ছায় সরে এলাম। এতদিন সবাইকে মনোরঞ্জন করার চেষ্টা করেছি।

যোগ্য সম্মান না পাওয়ার ক্ষোভ, অকালে টলিউড ছাড়লেন অভিনেতা প্রসূন গায়েন, পোস্ট ফেসবুকে | tollywood actor Prasun Gain announce retirement of bangla film industry - Bengali Oneindia

বিভিন্ন রকম মানসিক এবং রাজনৈতিক প্রভাব, যা একজন শিল্পীর জীবনকে শেষ করে দেয়। কিছুটা তার শিকার আমিও। কোনোদিনও কিছু বলিনি। কাউকে কোনো দোষও দিতে চাইনা। লড়তে লড়তে হাপিয়ে উঠেছি বন্ধুরা। বাকি জীবনটা দূরে কোথাও…. মানুষ নিজেকে যেদিন থেকে ভগবান ভাবতে শুরু করেছে, সেই দিন থেকেই এত হিংসা, লড়াই। আর সব মানুষের মতো আমারও ধৈর্য্য শেষ। পারলে সবাই একজোট হয়ো। ভালো থেকো সবাই।”
Prasun Gain (@PrasunGain) / Twitter

এই সিদ্ধান্তের দুমাস পরেই অভিনেতার নতুন ছবি মুক্তি পেতে চলেছে, “সদ্ভুত ও অদ্ভুত”। অভিনেতা কি সিদ্ধান্তের বদল করলো, সেই নিয়েই এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা বলেন,“না, আমি তো সিদ্ধান্ত বদলাইনি।” তারপরে তিনি বলেন, “ইদানীং অনেকেই ফোন করেন, কিন্তু কিছু দিন আগে পর্যন্ত হিরোর পিছনেই দাঁড়িয়ে থাকতে হত। রাজ চক্রবর্তীর বহু ছবিতে আমি কাজ করেছি। এমনও শুনতে হয়েছে এত ভাল অভিনয় করিস না, হিরো মার খেয়ে যাবে তো।”

Channel Introduction | Prasun Gain Initiative - YouTube

ইন্ডাস্ট্রিতে তার জায়গা নিয়ে তিনি বলেন, “নায়ক-নায়িকা ছাড়া তো অন্যদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রির অনেক নামজাদা পরিচালক আশ্বাস দিয়েছেন, কিন্তু কিছুই হয়নি। তাই এখনও পুরনো সিদ্ধান্ত বদলাচ্ছি না। তবে হ্যাঁ, যদি নতুনদের সুযোগ দেওয়া হয়, দেখি যে ইন্ডাস্ট্রির ভাবধারার পরিবর্তন হচ্ছে তখন আবারও ভাবব ফ্লোরে যাওয়ার কথা।”

Titli Bhattacharya