সালটা ছিল ২০০৫ আর বাংলা ধারাবাহিকের দর্শক তখন ‘একদিন প্রতিদিন’ (Ekdin Pratidin) -এ মজেছেন। সেই সময় পর্দায় একটি নতুন জুটির উত্থান ঘটে এই ধারাবাহিকের হাত ধরে, যাদের রসায়ন ছিল একেবারে তাক লাগানো। পরবর্তীতে এই জুটিই হয়ে ওঠে বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম সফল জুটি। একদিকে সুদর্শন অবাঙালি নায়ক ‘ঋষি কৌশিক’ (Rishi Kaushik) , অন্যদিকে মিষ্টি বাঙালি নায়িকা ‘অপরাজিতা ঘোষ দাস’ (Aparajita Ghosh Das) —এই জুটিকে ঘিরেই শুরু হয় বাংলা বিনোদনের নতুন এক অধ্যায়।
ধারাবাহিকের গল্প যত এগোতে থাকে, ততই জনপ্রিয়তাও চূড়ায় উঠতে থাকে দুজনের। এই জুটি এতটাই জনপ্রিয় হয় সেই সময় যে আবারও ফিরে আসে দর্শকের আরেক প্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ (Ekhane Akash Neel) -এর হাত ধরে স্টার জলসায়। উজান-হিয়া নামের দুই চরিত্রে তারা গড়ে তোলেন এমন এক রিল লাইফ সম্পর্ক, যা বাস্তবকেও ছুঁয়ে যায়। এমনকি টেলিপাড়ার গুঞ্জনেও ওঠে এই জুটির ব্যক্তিগত সমীকরণ। অনেকেই বলতে শুরু করেন, দুজনের মধ্যে পর্দার বাইরেও কিছু একটা সস্পর্ক আছে।
এরপর আবারো ‘কুসুম দোলা’-তে একসঙ্গে কাজ করেন তারা। এতদিন পরে অবশেষে সেই পুরনো স্মৃতিচারণ করে ঋষি কৌশিক এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন, “অপরাজিতা আমার খুবই প্রিয় সহ-অভিনেত্রী, এবং তারা একসঙ্গে কাজ করে এক দারুণ বোঝাপড়ার জায়গায় পৌঁছেছিলাম। তবে এই শুধুই পেশাগত, ব্যক্তিগত নয়।” সেই সময়ের কথা বলতে গিয়ে এক হাস্যকর স্মৃতিও ভাগ করে নেন তিনি।
ঋষি বলেন, একবার ‘একদিন প্রতিদিন’ চলাকালীন একটি গ্রামের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে এক দর্শক তাঁকে জিজ্ঞেস করেন, “বৌদি আসেনি?” তখনই নাকি তিনি বুঝতে পারেন, দর্শকের মনে তাদের জুটি কতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। প্রসঙ্গত সেই সময়ে অভিনেতা অবিবাহিত ছিলেন। এটাই একজন অভিনেতার পরম প্রাপ্তি বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, “মানুষ যখন বাস্তবেও পর্দার গল্পকে টেনে আনেন, তখনই বুঝতে হবে কাজটা কতটা সফল।”
আরও পড়ুনঃ “সর এখান থেকে, তোর জায়গা পেছনে।” একসময় স্টুডিওপাড়ায় রোদে গরমে কাজের জন্য ঘুরেছেন! অভিনয় জীবনের প্রথমে চরম অবহেলা থেকে আজ সফল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়! জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়!
ঋষি জানিয়েছেন, “অপাজিতা আমার খুব ভালো বন্ধু। আজও কথা হয়, চর্চা হয় সেই দিনগুলো নিয়ে তবে কখনও এর বাইরে কিছু হয়ে ওঠেনি।” ঋষির এই স্বীকারোক্তি যেন বহুদিনের গুঞ্জনে পূর্ণচ্ছেদ টানল। একসময় যারা ভাবতেন অপরাজিতা-ঋষির প্রেম করছেন, তাদের মন অবশ্যই ভাঙবে এতে। তবে এর থেকে বুঝতে হবে ভালো অভিনয় শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকেনা, যদি সেটা মন দিয়ে করা যেতে পারে তবে তা দর্শকের হৃদয়েও গভীর ছাপ ফেলে।