জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“টনিক থেকে যমালয়ে জীবন্ত ভানু, টলিউড ফিরছে নিজের ছন্দে”, “বাংলা সিনেমার উত্থানের নতুন যুগ শুরু হয়েছে”— টলিউডের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা শাশ্বত চট্টোপাধ্যায়ের!

টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood) নিয়ে নানা সময়ে নানা রকম ভবিষ্যদ্বাণী শোনা যায়। কারও মতে, এই ইন্ডাস্ট্রির পতন আসন্ন। আবার অনেকের বিশ্বাস, ভালো গল্পই আবার ফিরিয়ে আনবে বাঙালির হারিয়ে যাওয়া সিনেমাপ্রেম। এই বিতর্কের মাঝেই নিজের মত স্পষ্ট করে দিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee) । তাঁর মতে, “যারা বলে আর দশ বছরের মধ্যে টলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, তাঁরা নিজেরাই হয়তো হলে গিয়ে ছবি দেখেন না।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত জানান, বাইরে থেকে মনে হতেই পারে টলিউড শেষের পথে, বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। বাঙালি দর্শক আবার ফিরে আসছেন প্রেক্ষাগৃহে। তিনি বিশ্বাস করেন, গল্প যদি মন ছুঁয়ে যায়, তাহলে দর্শক আপনা থেকেই হলে আসবেন। তাই তিনি বলেছেন,”ভালো ছবির সন্ধান আর গল্পের প্রতি টান বাঙালির বরাবর। কেবলমাত্র সুপারস্টার নয়, গল্প-চরিত্র ও নির্মাণশৈলীতেই আবার বাজিমাত করছে টলিউড।”

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন দেব ও পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘টনিক’ ছবির কথা। করোনা-পরবর্তী সময়ে যখন গোটা ইন্ডাস্ট্রি হাল ছেড়ে দিতে বসেছিল, তখনই এই ছবি আশার আলো দেখিয়েছিল। তাঁর এই মন্তব্যেই স্পষ্ট টনিক ছবির গুরুত্ব,”টলিউড ইন্ডাস্ট্রির ডুবতে বসা অবস্থা থেকে বের করে আনলো দেব এবং পরানবাবুর ‘টনিক’, এরপর এসেছে ‘প্রজাপতি’, ‘বহুরূপী’, ‘খাদান’-এর মতো ছবি। আরও অনেক ছবি হচ্ছে, যেগুলোও নিঃসন্দেহে বাজিমাত করবে।”

তিনি জানান সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত তাঁর নিজস্ব ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’ও পেয়েছে সর্বস্তরের দর্শকের প্রশংসা। “আঁট থেকে আশি সকলেই খুব পছন্দ করেছে,”—বললেন শাশ্বত নিজের সাম্প্রতিক ছবি সম্পর্কে। শাশ্বতের মতে, এখন যে পরিবর্তন টলিউডে দেখা যাচ্ছে, তা নিছক কাকতালীয় নয়। বরং এটা প্রমাণ করে মানুষের মধ্যে এখনও ভালো ছবির প্রতি আগ্রহ অটুট। প্রেক্ষাগৃহে আবার পরিবার নিয়ে ছবি দেখতে যাওয়ার প্রবণতা বাড়ছে।

সিনেমা হলের গেটের সামনে দীর্ঘ লাইন, টিকিট না পাওয়ার আক্ষেপ, এই দৃশ্যগুলো যেন আবার ফিরছে শহর ও মফস্বলে। “গল্প যদি ভালো হয় তাহলে মানুষের প্রতিক্রিয়াই সেটা স্পষ্ট করে দেবে,”—এমন বিশ্বাস নিয়েই তিনি আজও টলিউডকে ঘিরে আশাবাদী। সবমিলিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় মনে করেন, এই মুহূর্তে টলিউড একটি নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে অভিনেতাদের পাশাপাশি গল্প, পরিচালক, নির্মাতারা তৈরি করছেন এমন ছবি যা মন ছুঁয়ে যাচ্ছে সবার।

দর্শকও তার প্রতিদান দিচ্ছেন হৃদয় দিয়ে। তাই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, এমন মন্তব্য করার আগে আরও একবার ভেবে দেখা দরকার, বলেছে তিনি। আরও বলেছেন,”এক কথায় বলতে গেলে টলিউডের আবার উত্থানের নতুন যুগ সূচনা হয়েছে,” এই বিশ্বাস থেকেই যেন উঠে এলো নতুন আশার আলো। সত্যিই কি নতুন যুগ শুরু হয়েছে টলিউডে? নাকি ভবিষ্যৎবাণী অনুযায়ী, এক যুগ কাটতে না কাটতেই শেষ হবে টলিউড? আপনাদের কি মতামত?

Piya Chanda

                 

You cannot copy content of this page