ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ এবং বড়পর্দা, সব ক্ষেত্রেই নিজের জায়গা পোক্ত করেছেন অভিনেতা ‘সোমরাজ মাইতি’ (Somraj Maity)। বর্তমানে তাঁকে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে তাঁর অনুভব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সেখানে তাঁর চরিত্রটি, সকলের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। গল্পে এখন অনুভব-বনলতার বিয়ের দিকেই মোড় ঘুরেছে, তবে অনুভব লাজুকে ভুলতে পারছে না, ফলে দর্শকদের আগ্রহও তুঙ্গে।
তবে পর্দার এই বিয়ের উত্তেজনার মাঝেই বাস্তব জীবনে তাঁর ব্যক্তিগত সম্পর্কও নতুন করে আলোচনায় এসেছে। প্রসঙ্গত, অভিনেতা বহুদিন ধরেই আয়ুশী তালুকদারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁরা দু’জনেই এই মুহূর্তে খুব ব্যস্ত, কিন্তু ব্যক্তিগত সময়টুকু যতটা সম্ভব সামলে নেন। তা সত্ত্বেও সবার কাছ থেকে প্রায়ই প্রশ্ন আসে, কবে সামাজিকভাবে দাম্পত্য জীবন শুরু করবেন দু’জনে? এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সোমরাজ নিজেই।
তিনি জানিয়েছেন যে, তাঁরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। দু’জনেই চান, জীবনের বিশেষ মুহূর্তটিকে সময় নিয়ে ভেবে এবং ঠিকঠাক পরিকল্পনার মাধ্যমেই করতে। প্রেমিকের মতো, আয়ুশীর কথাতেও একই সুর। তাঁর মতে, সম্পর্কের এই পর্যায়ে তাঁদের সামনে এখনও প্রচুর সময় পড়ে রয়েছে। কাজ ও ব্যস্ততার মাঝে সবকিছু গুছিয়ে নেওয়ার পরেই তাঁরা ভবিষ্যতের পরিকল্পনা এগোতে চান। তাই বাইরের মানুষদের কৌতূহলের চাপে সিদ্ধান্ত নেওয়ার কোনও ইচ্ছাই নেই তাদের।
ব্যক্তিত্বের দিক থেকে সোমরাজের স্বভাব নিয়ে আয়ুশীর মজার মন্তব্যও উঠে এসেছে আলোচনায়। আয়ুশীর মতে, বাস্তবে সোমরাজ একেবারে চাপা স্বভাবের মানুষ। খুব একটা প্রকাশভঙ্গি নেই তার মধ্যে। অথচ, পর্দায় রোম্যান্টিক দৃশ্যে তাঁকে বেশ স্বচ্ছন্দ মনে হয়! আয়ুশী হাসতে হাসতে বলেছেন যে, হয়তো অভিনয়ের খাতিরে বাস্তব জীবনের থেকে বাঁচিয়ে নিজের অনেক অনুভূতিই জমা করে রাখেন তিনি, যা স্ক্রিনে আরও স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ছোট্ট ছোট্ট পায়ে একরত্তি কিয়ানা এবার বড়পর্দায়! বাংলা ধারাবাহিকে একাধিক চরিত্রে নজর কাড়ার পর, কোয়েল মল্লিকের সঙ্গে পর্দা ভাগ করবে, ছোটপর্দার খুদে সেনসেশন!
অন্যদিকে সোমরাজও মজার ছলে জানিয়েছেন, আয়ুশী তাঁকে অনেকটাই বদলে দিয়েছে। কিছু কিছু জায়গায় অনুভব করিয়েও দিয়েছে কোন অভিব্যক্তি কেমনভাবে প্রকাশ করতে হয়। তাই অনস্ক্রিন ‘অনুভব’ চরিত্রের সঙ্গে তাঁর অনেক মিল থাকলেও বাস্তবের মানুষটি আরও শান্ত এবং সংযত। সম্পর্ক, কাজ আর ভবিষ্যতের পরিকল্পনা মিলিয়ে তাঁরা বর্তমানে খুব ব্যস্ত। আমাদের আশা, ভবিষ্যতেও তাঁরা একে অপরের সঙ্গে আরও সুখী হবেন।
