জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট্ট ছোট্ট পায়ে একরত্তি কিয়ানা এবার বড়পর্দায়! বাংলা ধারাবাহিকে একাধিক চরিত্রে নজর কাড়ার পর, কোয়েল মল্লিকের সঙ্গে পর্দা ভাগ করবে, ছোটপর্দার খুদে সেনসেশন!

জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে একসময় যে ছোট্ট শিশুটিকে দেখেই দর্শকের মুখে হাসি ফুটত, সে আর কেউ নয় ‘কিয়ানা মুখোপাধ্যায়’ (Kiana Mukherjee)। রাইয়ের মেয়ে ‘বিল্লি’ চরিত্রে তার মিষ্টি উপস্থিতি যেন মুহূর্তেই টিভিপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পরও তার প্রতি আগ্রহ কিন্তু কমেনি বরং আরও বেড়েছে সকলের। প্রতিদিনের ছোটখাটো মুহূর্ত, খেলাধুলা কিংবা দুষ্টুমিগুলোও, নিয়মিত তাঁর মা ভ্লগের মাধ্যমে পৌঁছে দেন দর্শকের কাছে।

সামাজিক মাধ্যমে অগণিত ভক্তসংখ্যা নিয়ে, সে এখন বড় তারকা। তবে টেলিভিশনের পর্দায় কিয়ানাকে শুধু একটি ধারাবাহিকেই নয়, আরও বেশ কয়েকটি চরিত্রে দেখা গেছে। কিছুদিন আগে ‘ফুলকি’ ধারাবাহিকে সে ছিল ফুলকির মেয়ে ‘ফুলঝুরি’ আর সেই চরিত্র শেষ হতে না হতেই স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে ‘তারা সুন্দরী’র ভূমিকায় ফের হাজির হয়ে চমকে দিয়েছিল সবাইকে। সবচেয়ে মজার ব্যাপার, বয়সে এত ছোট হলেও নানান চরিত্রে সাবলীল উপস্থিতি তাঁর।

এই দেখে অনেকেই মনে করেন, ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার মধ্যেই লুকিয়ে আছে। এরই মধ্যে সমাজ মাধ্যমে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে কিয়ানার কিছু ছবি। টলি কুইন কোয়েল মল্লিকের সঙ্গে তার কয়েকটি ছবি ভাইরাল হওয়ায় জল্পনা শুরু হয়েছে, এবার কি তবে বড়পর্দায় দেখা যাবে এই ক্ষুদে শিল্পীকে? দর্শকদের কৌতূহলও যেন তুঙ্গে, কারণ কিয়ানা যে ছোট পর্দায় বরাবরই আলাদা করে নজর কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, আসন্ন বড়দিনকে সামনে রেখে একাধিক নতুন ছবির আসছে টলিউডে। অরিন্দম শীলের পরিচালনায় ‘মিতিন একটি খুনির সন্ধানে’ নতুন রহস্য-ভিত্তিক ছবিটি নিয়েও উৎসাহ কম নয়। ২০১৯ সালে পরিচালক ‘মিতিন মাসি’কে প্রথম বড়পর্দায় নিয়ে আসলে সেই চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছিল। এবারের ছবি আরও জটিল কেস আর মানসিক টানাপোড়েনে ভরপুর হবে বলেই আশা করা যাচ্ছে।

তাই এখন প্রশ্ন, কিয়ানাকে কি এই নতুন ছবিতেই দেখা যাবে, নাকি অন্য কোনও আসন্ন প্রোজেক্টে কোয়েলের সঙ্গে কাজ করতে চলেছে সে? যদিও বিষয়টি নিশ্চিত হয়নি এখনও, তবে ছোটপর্দার জনপ্রিয় এই একরত্তির বড়পর্দায় আগমনের ইঙ্গিতই দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। তবে যাই হোক, ক্ষুদে কিয়ানার অভিনয়ে যাত্রাপথ যে ধীরে ধীরে আরও প্রশস্ত হচ্ছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।

Piya Chanda