জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গু’রুতর অ’সুস্থ! এবার হাসপা’তালে ভর্তি অভিনেত্রী অন্বেষা হাজরা, কী ভবিষ্যৎ ধারাবাহিকের?

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রিতে যতজন নায়িকা আছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় নায়কা তিনি। মনে করা হয় তিনি যে ধারাবাহিকে থাকেন সেই ধারাবাহিক হিট হবেই। তার ভক্ত সংখ্যাও কিন্তু অসংখ্য। নতুন ধারাবাহিকে তার ফেরার খবর শুনলে ভক্তগণ যে পরিমাণ আনন্দ পায় তা ভাষায় প্রকাশ করা যাবে না‌।

জলসা হোক বা জি সর্বত্রই তার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে তার গুণের কদর করতেও ভোলেন না নেটিজেনরা। আর হবে নাই বা কেন অত্যন্ত মাটির কাছাকাছি থাকা এই অভিনেত্রী নিজের স্বভাব সিদ্ধ ব্যবহারই মন জিতে নিয়েছেন বাঙালির। তার অভিনয় পছন্দ না করা মানুষরাও হয়ত তার ব্যবহারের ভক্ত। হ্যাঁ, কথা বলছি অভিনেত্রী অন্বেষা হাজরার।

এই মুহূর্তে জি বাংলার পর্দায় তার পুরনো সঙ্গী ঋত্বিক মুখার্জির সঙ্গে আনন্দী ধারাবাহিকি অভিনয় করছেন তিনি। এর আগে জি বাংলার পর্দায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন এবং দারুণ জনপ্রিয়তা পেয়েছিল তাদের জুটি। সম্প্রতি সেই জুটিকেই আবার ফিরিয়ে এনেছে জি বাংলা। আর হিট হয়েছে ধারাবাহিক।

কিন্তু সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে আর ধারাবাহিকে দেখা যাচ্ছিল না এই নিয়ে বেশ উদ্বেগে ছিলেন তার ভক্তরা। কোথায় গেলেন অভিনেত্রী? কি হয়েছে তার? কেনই বা তাকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে? একাধিক প্রশ্ন ছিল তাদের মনে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবার খোদ অভিনেত্রী।

গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি! সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। অরুণিমা হালদারও কিছুদিন আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় হাতে নল, পাইপ লাগানো ছবি পোস্ট করে অভিনেত্রী অন্বেষা হাজরা লিখেছেন, ‘ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়ে, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই। তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো’

TollyTales NewsDesk