জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আর কত রাত একা থাকবো’ ! নিজের গান গেয়ে মঞ্চে আগুন ধরালেন বছর ৬০ এর সর্বজয়া দেবশ্রী রায়

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। একটা সময় প্রায় 10 বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর আবার কামব্যাক করেছেন ছোট পর্দায়। তারপরেই আবার নিজের স্থান দখল করতে পেরেছেন দর্শকদের মনে। সর্বজয়া ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় দর্শকদের মন কেড়েছে। আর এবার নায়িকা মন কাড়লেন অভিনয় নয়, গানের মাধ্যমে।

৬০ বছর বয়সেও তিনি যে আগের মতোই প্রাণোচ্ছল রয়েছেন সেটা প্রমাণ করলেন। প্রত্যেক ধারাবাহিকের নায়ক নায়িকারাই কম বেশি পাড়ার অনুষ্ঠান, মাচা শোয়ে অংশগ্রহণ করে থাকেন। দেবশ্রীও বাদ পড়লেন না তার থেকে। নাচে গানে মাতিয়ে তোলেন মঞ্চ।

একদম ওয়েস্টার্ন কালো পোশাক, চড়া মেকাপে পাড়ার মঞ্চে নিজের বিখ্যাত সিনেমার গান গাইলেন। ‘আর কত রাত একা থাকব’ গাইতে গাইতে উত্তাল নাচ করলেন তিনি। এই বয়সে যেভাবে নিজেকে মেলে ধরবেন সেটা কল্পনা করা যায় না।

বহু নায়ক-নায়িকাই এই বয়সে এসে নিজেদের একটু একটু করে গুটিয়ে নিয়েছেন। তবে বিকল্প হলেন দেবশ্রী রায়। নায়িকাদের সুন্দর নাচেন সেটা অনেকেই জানেন।

তবে সুরের একটু এদিক-ওদিক হলেও সবমিলিয়ে যে এত ভালো পরিবেশনা করেছেন তিনি তাতে সবাই মুগ্ধ। অনেকে তার চেষ্টাকে যেমন কুর্নিশ জানিয়েছেন তার পাশাপাশি আবার নায়িকার সুর তাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়।

Piya Chanda

                 

You cannot copy content of this page