জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Koushani Mukherjee: ‘না পারো অভিনয়, না পারো গান গাইতে, অকর্মার ঢেঁকি’, দর্শকদের আবদারে বেসুরো গলায় ‘লুঙ্গি ড্যান্স’ গাইতে গিয়ে চরম খিল্লির মুখে অভিনেত্রী কৌশানি চক্রবর্তী!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হলেন কৌশানী মুখার্জি। যাকে একটা সময় অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ভক্তরা যেমন তার অভিনয় দেখে মুগ্ধ হন তেমনি তিনি ভক্তদের কাছে প্রিয় তার সৌন্দর্যের গুনে। সম্প্রতি তাকে আর কোন ছবিতে অভিনয় করতে না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ থাকেন। নিত্যদিন নতুন নতুন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। যার ফলে তার জনপ্রিয় তাও সব সময় থাকে দর্শকদের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

তবে সম্প্রতি এই অভিনেত্রী তার নতুন কোন ছবি বা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট এর কারনে লাইম লাইটে আসেননি। কৌশানী, তার গাওয়া একটি গানের ভিডিওর কারণে সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন। তার এই স্টেজ শোয়ে গাওয়া গান নিয়ে নেটিজেনদের মধ্যে চলল নানান তর্ক বিতর্ক। সমালোচনা ঝড় বয়ে গেল কৌশানি গান নিয়ে।

Koushani1

সাধারণত বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্রের নায়ক নায়িকারা একাধিক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মাচা শো করে থাকেন। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে তাদের গাওয়া গান এবং নাচের সঙ্গে মেতে ওঠে অনুষ্ঠান। অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের অনুরোধ রাখার পুরোপুরি চেষ্টা করেন। তাদের আবদারে বিভিন্ন গান গেয়ে মনোরঞ্জন করেন দর্শকদের। এমনই এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে নেটিজেনদের কাছে চরম ট্রোল হলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি।

WhatsApp Image 2022 09 13 at 10.17.42 390x220 1

একটি ফেসবুক পেজে কৌশানির একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে কৌশানি লুঙ্গি ড্যান্স গানটি গাইছেন বেসুরো গলায়। হিন্দি গান সোশ্যাল মিডিয়া য় ভাইরাল হওয়ার সাথে সাথেই একাধিক কটাক্ষের কমেন্ট ভেসে এসেছে নেটিজেনদের মাধ্যমে ।যেমন একজন লিখেছেন “এর থেকে ট্রেনে যারা গান করেন তাদের গলা অনেক ভালো।” অনেকে আবার লিখেছেন “রানুদির থেকে অনুপ্রেরণা পেয়েছে মনে হয়”। এরকমই আরো অনেক কটাক্ষের কমেন্ট রয়েছে এই ভিডিওর নিচে। তবে এরই মধ্যে অনেকে অভিনেত্রী কৌশানির পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে এইসব অনুষ্ঠানে দর্শকদের আবদারে অভিনেতা-অভিনেত্রীদের এমন অনেক গান গাইতে হয় যা তারা পারেন না। তারা শুধুই দর্শকের মনোরঞ্জন করার চেষ্টা করে থাকেন।

Nira