জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘৬৫ বছরের বৃদ্ধা সেজে লিভ ইন করব, তাকিয়ে তাকিয়ে দেখবে ছোট্ট নাতনি, এ কী চিত্রনাট্য?’, সিনেমার গল্প শুনেই না করে দিলেন ‘সংস্কারী’ মৌসুমী চট্টোপাধ্যায়

একসময় বাংলা সিনেমার পর্দায় অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মধ্যে। ওগো বধূ সুন্দরী থেকে বিধিলিপি,নাটের গুরু ইত্যাদি একাধিক সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

শেষবার রুপোলি পর্দায় নায়িকাকে দেখা গিয়েছে ‘গয়নার বাক্স’ সিনেমায়। তবে এবার মৌসুমী চট্টোপাধ্যায়ের অনুরাগীদের জন্য একটা বড় খবর।

নয় বছর পরে আবার মৌসুমী চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে কামব্যাক করতে চলেছেন। এইবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি‘দিলখুশ’ এ অভিনয় করবেন নায়িকা। রাহুল এর আগে সম্প্রতি দেব এবং রুক্মিণী অভিনীত কিশমিশ সিনেমার পরিচালনা করেছেন।

তুমি জানা গিয়েছে নায়িকা এখনো পুরোপুরি রাজি হননি অভিনয়ের জন্য। তার কারণ হলো এই ছবির চিত্রনাট্য। টাকা রোজগারের জন্য তিনি উল্টোপাল্টা কোনও চরিত্রে নিজের মুখ দেখাতে পারবেন না।

একজন ৬৫ বছরের বৃদ্ধা এবং ৭০ বছরের বৃদ্ধের লিভ-ইনের কাহিনী ফুটিয়ে তোলা হবে এই সিনেমার গল্পে। নায়িকার যে এরা পছন্দ হয়নি সেটা তিনি পরিচালককে জানিয়েছিলেন। তারপর তাঁর কথামতো চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু তিনি এখনো হ্যাঁ বা না কোনটাই সম্পূর্ণভাবে বলেননি। গয়নার বাক্স’র পরে এখনো পর্যন্ত পছন্দস‌ই কোন চিত্রনাট্য আসেনি নায়িকার কাছে, এমনটাই জানিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page