বাংলা টেলিভিশনের এমন অনেক মুখ আছেন যারা একসময় অনেক জনপ্রিয় হলেও, এখন আর তেমনভাবে পর্দায় দেখা যায় না। আর এই তালিকায় অভিনেত্রী ‘পিয়ালি বসু’ (Piyali Basu) নাম উল্লেখ্যযোগ্য। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘নিশির ডাক’, ‘কৃষ্ণকলি’, ‘আমার দুর্গা’ কিংবা ‘ত্রিশূল’—প্রতিটি ধারাবাহিকেই তাঁর অভিনয় ছিল স্মরণীয়। তবে স্টার জলসার ‘রাখি বন্ধন’ (Rakhi Bandhan) -এ ‘উত্তরা’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়।
ছোটপর্দার পাশাপাশি তিনি থিয়েটার ও যাত্রাপালাতেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন পিয়ালি। তবে অভিনয় জগতে আসার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, কিন্তু সেই পথ এতটা সহজ ছিল না পিয়ালির জন্য। মায়ের দ্বিতীয় বিয়ের পর তিনি এক নতুন পরিবেশে বেড়ে ওঠেন। সৎ বাবাকে নিজের বাবার মতোই সম্মান করলেও, তিনি কখনোই চাননি মেয়ে অভিনয় জগতে পা রাখুক। তবু নিজের ইচ্ছার সঙ্গে আপস করেননি পিয়ালি। ডাক্তারি পড়তে পড়তে অভিনয়ের প্রস্তুতিও চালিয়ে যান।
পিয়ালির প্রথম মঞ্চে ওঠা থিয়েটারের হাত ধরেই, সেই অভিজ্ঞতা ছিল তার অভিনয় জীবনের ভিত। এরপর পড়াশোনা শেষ করে সাংবাদিকতায় পা রাখেন তিনি। টিভি স্ক্রিনে সংবাদ পাঠিকা হিসেবে তার উপস্থিতি নজর কাড়ে অনেকেরই। সংবাদ পাঠ ও অ্যাংকারিংয়ের পাশাপাশি ধীরে ধীরে অভিনয়ের অফারও আসতে থাকে। একসময় ‘বহ্নিশিখা’ ধারাবাহিকে এক ছোট চরিত্রে কাজ করতে গিয়েই অনেকের নজরে পড়েন তিনি।
তারপরই শুরু হয় ধারাবাহিকে নিয়মিত অভিনয়। সম্প্রতি একটি টক শো-তে নিজের জীবনের এই অজানা অধ্যায় খুলে বলেছেন পিয়ালি। তার মতে শুধুমাত্র অভিনয় নয়, যে কোনও পেশারই উভয় দিক থাকে, যেমন ভালো এবং খারাপ। একজন মানুষ কী বেছে নেবে, সেটাই তার জীবনকে পরবর্তীতে গড়ে তুলবে। তিনি বলেন,”আমি জানতাম এই পথে অনেক লড়াই, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নিজের ওপর ভরসা রেখেই এগিয়ে গেছি।”
আরও পড়ুনঃ “গর্ভে ধারণ করলেই মা হওয়া যায়না, অনেকে ডাস্টবিনে বাচ্চা ফেলে আসে!” মা না হওয়ার আক্ষেপ নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য!
বর্তমানে টেলিভিশনের নিয়মিত মুখ হিসেবে না দেখা গেলেও, থিয়েটার ও যাত্রাপালার জগতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। অনেকেই অপেক্ষা করছেন আবার কখন ছোট পর্দায় ফিরবেন তিনি। কারণ, তার সাবলীল অভিনয়, চরিত্রে মিশে যাওয়ার ক্ষমতা এবং উপস্থিতি বারবার দর্শক মনে আলাদা দাগ কেটে যায়। আপনাদের পিয়ালির অভিনয় কেমন লাগে? আবার কি দেখতে চান তাঁকে নতুন ধারাবাহিকে?