জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দা ছেড়ে এবার ওটিটিতে! কার চরিত্রে কামব্যাক করতে চলেছেন ‘রামকৃষ্ণ’ খ্যাত সৌরভ?

এক সময় সপ্তাহের নির্দিষ্ট দিনে চোখ রাখা হতো টিভির পর্দায়, প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব দেখতে। সে এক অন্য রকম উত্তেজনা, অপেক্ষা আর আবেগের মুহূর্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অভ্যাস। এখন হাতে স্মার্টফোন, আর মনপ্রিয় সিরিজ দেখার স্বাধীনতা—যখন খুশি, যেভাবে খুশি। তবু কোথাও যেন রয়ে গেছে সেই একদিনে একটি পর্ব দেখার চেনা আনন্দ।

আজকের দিনে ওটিটি প্ল্যাটফর্ম যেমন ‘হইচই’ বা ‘সোনি লিভ’ একের পর এক নতুন কনটেন্ট দিয়ে দর্শকের মন জয় করছে। সিনেমা বা ওয়েব সিরিজ তো ছিলই, এবার আরও এক ধাপ এগিয়ে, শুরু হতে চলেছে ধারাবাহিক কনটেন্ট। অর্থাৎ একেবারে পুরনো দিনের সেই ধারাবাহিক স্টাইলে প্রতি সপ্তাহে একটি করে পর্ব—তবে টিভিতে নয়, ওটিটিতে! ঠিক এই ধারনাতেই ‘হইচই’ আনছে তাদের নতুন বিভাগ ‘টিভি প্লাস’।

এই ‘টিভি প্লাস’-এর প্রথম প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হল ‘শ্রী রামকৃষ্ণ’ নামের একটি টেলি সিরিজ, যার প্রথম ঝলক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘গল্পের পার্বণ’ সেগমেন্টে। এটি রামকৃষ্ণ পরমহংসের জীবনী অবলম্বনে নির্মিত একটি ধারাবাহিক। সিরিজটি পরিচালনা করছেন শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তী। তবে প্রথম পোস্টারে রামকৃষ্ণের মুখ দেখা না যাওয়ায় বাড়ছিল কৌতূহল—কে অভিনয় করছেন এই চরিত্রে?

এবার জানা যাচ্ছে, এই আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা। এর আগেও ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রামকৃষ্ণের ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তাঁর শান্ত অভিব্যক্তি ও গাম্ভীর্যপূর্ণ সংলাপ বলার ধরনে দর্শক রামকৃষ্ণের মধ্যে সৌরভকেই খুঁজে পেয়েছিলেন। ফলে ফের সেই চরিত্রে তাঁকে দেখতে পাওয়া মানেই দর্শকদের জন্য এক বড় চমক।

এই সিরিজটি শুধুমাত্র সৌরভের কাছে একটি চরিত্রে ফিরে আসা নয়, বরং তাঁর ওটিটি অভিষেকও বটে। এবার ছোটপর্দা নয়, সরাসরি ডিজিটাল পর্দায় পা রাখতে চলেছেন তিনি। একইসঙ্গে এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটিতে কাজ শুরু করছেন পরিচালক শ্রীজিৎ ও সৌভিকও। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে ‘হইচই’-এর এই নতুন ধারাবাহিক ‘শ্রী রামকৃষ্ণ’। প্রতি সপ্তাহে একটি করে পর্ব দেখা যাবে ‘হইচই’-এর টিভি প্লাস বিভাগে।

Piya Chanda