জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দমবন্ধ দাম্পত্য, প্রথম স্বামীর মৃত্যু, জীবনে দীর্ঘ লড়াই পেরিয়ে রাজার সঙ্গে সুখী গৃহকোণ নবনীতার

টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী নবনীতা দে (Nabanita Dey)। স্টার জলসার তোমাদের রাণী (Tomader Rani) সিরিয়ালে অভিনয়ের পর থেকে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তবে এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসারই ‘খোকা বাবু’, জি বাংলার এই পথ যদি না শেষ হয়’, এছাড়াও, ‘মেয়েবেলা’, ‘রাঙা বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে।

জীবনে বহু ওঠাপড়া দেখেছেন নবনীতা। তাঁর মধ্যে লুকিয়ে আছে জীবনের অন্ধকার সময়টিও। মাঝে মধ্যেই সেই সময়ের স্মৃতিচারণ করেন তিনি। অতীতের অন্ধকারাচ্ছন্ন দাম্পত্য ডিঙিয়ে নতুন করে জীবন শুরু করেছেন নবনীতা। টলিউডের জনপ্রিয় অভিনেতা স্বামী রাজা চট্টোপাধ্যায়ের হাত ধরে জীবনের নতুন দিশা দেখেছেন তিনি। ‌

অন্ধকার ও কঠিন সময় পেরিয়ে জীবনের উত্তরণ দেখা নবনীতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। আগের স্বামী তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। অভিনেত্রীর কাছে অভিনয় ছিল অক্সিজেনের মতো। আর তাকেই বিদায় জানাতে হয়েছিল এক সময়। এইসব কঠিন দিন পেরিয়ে এসেছেন তিনি।

প্রথম স্বামীর মৃত্যুর পর পায়ের নিচের জমি সরে গিয়েছিল অভিনেত্রীর। মেয়েকে নিয়ে সেই থেকে শুরু হলো একার লড়াই। অভিনেত্রী জানান, গঙ্গার ঘাট থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠেন তখন তাঁর পাশে শ্বশুরবাড়ির কোনও লোক ছিল না। অভিনেত্রী তখন স্বামীর উদ্দেশ্যে মনে মনে বলেছিলেন, তুমি এত দিন আমার দিকে আঙুল তুলে এসেছ, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই।’

যদিও অন্ধকার পেরিয়ে আলো আসে সবারই জীবনে। নবনীতা ও পেয়েছেন রাজা চট্টোপাধ্যায় কে। ‌তাঁর হাত ধরেই শুরু হয়েছে তার সংসার। রাজা ও নবনীতার এই সংসার গড়ে উঠেছে তিলে তিলে। নিজের হাতে আদরে, যত্নে গোটা বাড়ি সাজান অভিনেত্রী। শুরু করেছেন অভিনয়। স্বামী ও মেয়েকে নিয়ে অভিনয়কে সঙ্গে নিয়ে ভালো থাকতে শিখেছেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page