জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপিতে বাজিমাত পরিণীতির!ফুলকি-জগদ্ধাত্রীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন সম্পূর্ণ তালিকা

বিনোদন জগৎ মানেই দর্শকদের এক আনন্দের দুনিয়া। সিরিয়াল হোক বা রিয়ালিটি শো, প্রত্যেকটি অনুষ্ঠান দর্শকদের আবেগের সঙ্গে জড়িত। প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য যেন বাস্তব জীবনের এক প্রতিচ্ছবি। আর সেই কারণেই প্রতিদিন সন্ধ্যা হলেই পরিবারের ছোট-বড় সবাই বসে পড়েন প্রিয় সিরিয়ালের সামনে। বিনোদনের এই দুনিয়ায় কার জনপ্রিয়তা কতটা, তা নির্ধারিত হয় টিআরপি তালিকা দ্বারা। আর সেই তালিকাই ঠিক করে দেয় কোন সিরিয়াল দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারল।

একটি ধারাবাহিক দর্শকদের মনে কতটা প্রভাব ফেলছে, তা নির্ভর করে তাদের ভোটের উপর। কোন গল্প, কোন চরিত্র দর্শকদের বেশি মন জয় করতে পারছে, আর কে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে, এই লড়াই চলতেই থাকে। কিছু সিরিয়াল দীর্ঘদিন ধরে রাজত্ব করে, আবার কিছু হঠাৎ করেই আলোচনায় উঠে আসে। এই প্রতিযোগিতার মধ্যেই প্রতি সপ্তাহে প্রকাশিত হয় টিআরপি তালিকা, যা ধারাবাহিকগুলোর জনপ্রিয়তার মানদণ্ড নির্ধারণ করে।

টিআরপি তালিকার অপেক্ষা সকলেরই থাকে। নতুন নতুন সিরিয়াল যেমন এই লড়াইয়ে প্রবেশ করছে, তেমনই পুরনো কিছু ধারাবাহিক নিজের স্থান ধরে রাখার চেষ্টা করছে। এই সপ্তাহে দর্শকদের ভালোবাসা কার দিকে বেশি গেল, আর কোন ধারাবাহিক প্রত্যাশা পূরণ করতে পারল না, সেটাই এবার দেখার বিষয়।

অবশেষে প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। শীর্ষস্থান ধরে রেখেছে ‘পরিণীতা’ (BT) ৭.৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ৭.৫ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ ৭.৪ পয়েন্টে। অন্যদিকে, ‘কোন গোপনে’ ৬.৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে, আর ‘গীতা LLB’ ৬.৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

এছাড়াও ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ‘কথা’ (৬.৫) ও ‘মিত্তির বাড়ি’ (৬.০)। এই দুটি ধারাবাহিক ধীরে ধীরে দর্শকদের মন জয় করতে শুরু করেছে। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে এই তালিকায় কোনও পরিবর্তন আসে কি না!

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা!

BT •• পরিণীতা – 7.9
2nd •• ফুলকি – 7.5
3rd •• জগদ্ধাত্রী – 7.4
4th •• কোন গোপনে – 6.9
5th •• গীতা LLB – 6.8

Trending:
কথা – 6.5
মিত্তির বাড়ি – 6.0

আগামী সপ্তাহে এই লড়াই আরও জমে উঠবে, সেটাই দেখার অপেক্ষা!

Piya Chanda

                 

You cannot copy content of this page