জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ কেমন সর্বনাশী বোন?নিজের দিদির গায়ে আগুন ধরিয়ে দিল নীলু! এমন বোন কারোর জীবনে হয়?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই চর্চার কেন্দ্রে। ধারাবাহিকের গল্পটি শুরু হয়েছিল তিন বোনের কাহিনীকে কেন্দ্র করে। যেখানে বড় বোন রাইপূর্ণা তাঁর বোন নীলাঞ্জনার জন্য জীবন দান করে দিলেও নীলু সর্বদাই মনে করতে থাকবে দিদির জন্যই জীবন ধ্বংস হয়েছে তাঁর।

মিঠিঝোরা আজকের পর্ব ২০ ফেব্রুয়ারি | Mithijhora Today Episode 20 February

ধারাবাহিকের গল্পে দেখা যায়, রাইকে নিজের বাড়ি উপহার দিয়েছিল অনির্বাণ। কিন্তু সেই সম্পত্তি দিদির কাছ থেকে কেড়ে তাঁকে প্ল্যান করে কিডন্যাপ করায় নীলু। দিদির বিয়ের পর বৌভাতের রাত থেকেই নিজের শয়তানি শুরু করে দিয়েছিল সে। দিন দিন তাই যেন বাড়ছে। কখনো দিদির ছবির সঙ্গে নোংরামো করা তো কখনো দিদির সংসারে ভাঙ্গন ধরানো।

Zee Bangla, Mithijhora, Aratrika Maity, Bengali Serial, Television, Entertainment, জি বাংলা, মিঠিঝোরা

এমনকি রাইকে মারতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি নীলাঞ্জনা। কিডন্যাপারদের হাত থেকে কোনক্রমে বেঁচে দৌড়ে পালানোর পথে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয় রাইয়ের। তার আগেই সে জানতে পেরেছিল এই সব কিছুর পিছনে রয়েছে নীলু ও কোয়েল। কিন্তু বোনের মুখোমুখি আর হবে না বলে নিজের পরিচয় গোপন করে অনামিকা নাম নিয়ে অন্য একটি পরিবারে দিন কাটাতে থাকে রাই।

কিন্তু অনির্বাণ রাইকে চিনে নিতে শেষমেষ রাইয়ের পরিবার তাঁর কাছ অবধি পৌঁছে যায়। ফের রাই ও অনির্বাণের শুভ পরিণয় সম্পন্ন হয়। সেখানেই উপস্থিত ছিল নীলাঞ্জনা। সে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। সেখানে দাঁড়িয়েই রাইকে মারার পরিকল্পনা করে সে। অনির্বাণের সঙ্গে রাইয়ের বিয়ে হতেই রাইয়ের ওড়নায় আগুন ধরিয়ে দেয়।

চিৎকার করতে করতে ছুটে আসতে থাকে রাই। সবাই মিলে সেই আগুন নেভায়। এর আগেও খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছে রাইপূর্ণা। আবারও তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল নীলু। রাই বেঁচে যেতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা নীলু ভাবতে থাকে, “এবারেও তোকে শেষ করতে পারলাম না দিদি!” আর এই এপিসোড দেখার পর দর্শকরা বলছেন, এমন সর্বনাশী বোন কারোর হয়?

Piya Chanda