জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘যাকে বুঝতে পারি না, তাকেই একটা লেভেল দিয়ে দিই, বোঝার আর চেষ্টা করিনা!’ অকপট শোলাঙ্কি

বাংলা বিনোদন দুনিয়ায় একের পর এক নতুন কাজ আসছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। সিনেমাহল থেকে ওটিটি, সব জায়গাতেই অভিনব বিষয়বস্তু দিয়ে বাজিমাত করছেন নির্মাতারা। থ্রিলার, রোম্যান্স, মিথোলজির সংমিশ্রণ— সব রকমের গল্পই মিলছে বিনোদনের ঝুলিতে। আর এই প্রতিযোগিতার মাঝে অভিনেতা-অভিনেত্রীদের কাজের ক্ষেত্রও বাড়ছে। নতুন নতুন প্রজেক্টে নিজেদের প্রতিভা তুলে ধরছেন টলিউডের তারকারা।

এই দৌড়ে অন্যতম জনপ্রিয় নাম শোলাঙ্কি রায়। সিরিয়াল থেকে ওয়েব সিরিজ, সব মাধ্যমেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এক সময় ছোট পর্দার ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে জনপ্রিয়তা পেয়েছিলেন, তারপর ধাপে ধাপে উঠে এসেছেন বড় পর্দা ও ওটিটিতে। তাঁর সাবলীল অভিনয় এবং চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা তাঁকে আলাদা করেছে। বাংলার পাশাপাশি মুম্বইয়েও কাজ করছেন তিনি, যা তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

Solanki Roy

সম্প্রতি শোলাঙ্কি রায় ওটিটিতে নিয়ে এসেছেন তাঁর নতুন সিরিজ ‘বিষহরি’। এখানে এক রহস্যময়ী চরিত্রে দেখা যাবে তাঁকে, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাপ এবং পুরাণের ছোঁয়া। শোলাঙ্কির কথায়, “বিষহরি করতে গিয়ে সাপের সঙ্গে যে মোলাকাত হয়েছে, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। ভয় পেয়েছিলাম, কিন্তু সেটাই শিখিয়ে দিল, জীবনে সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়।” বছরের শুরুতেই এটি তাঁর দ্বিতীয় কাজ, যা তাঁর কেরিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

তবে, শোলাঙ্কির হাতছাড়া হয়েছে বলিউডের একটি বড় প্রোজেক্ট— ‘খাকি ২’। মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “মুম্বই আমাকে অনেক কিছু শিখিয়েছে, তবে সবচেয়ে বড় শিক্ষা বিনয়ী থাকা।” তাঁর মতে, প্রতিটি জায়গায় নিজের জায়গা তৈরি করতে সময় লাগে, কিন্তু ধৈর্যই আসল চাবিকাঠি। একইসঙ্গে বললেন, “যাকে বুঝতে পারি না, তাকেই একটা লেভেলে দিয়ে দিই! কিন্তু অনেকসময় দেখা যায়, আসলে তার অন্য দিকও রয়েছে। ঠিক তেমনই, মুম্বইয়ের দুনিয়াটাও আমার কাছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।”

তবে বি-টাউনে কাজ হাতছাড়া হলেও শোলাঙ্কির আফসোস নেই। তাঁর মতে, প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করছে। তাঁর কথায়, “আমার জন্য যা ঠিক, তা নিজেই আমাকে খুঁজে নেবে।” ওটিটির দুনিয়ায় একের পর এক কাজ করে নিজের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। তাঁর আত্মবিশ্বাসী মনোভাবই প্রমাণ করে, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য!

Piya Chanda

                 

You cannot copy content of this page