জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিভি দেখে প্রেম হয়না, ওটা অনুভূতি, প্রেম পায়! প্রেমে পড়ার পদ্ধতি শেখালেন ‘স্পষ্টবাদী’ স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বরাবরই নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে খোলামেলা। জীবনের প্রতিটি পর্বে তিনি ভালোবাসা এবং কাজকে নিজের শর্তে চালিত করেছেন, যা তাঁর অনুরাগীদের কাছে অনুপ্রেরণার উৎস। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তাঁর প্রেম এবং পেশাগত জীবন নিয়ে নতুন করে আলোকপাত করেছেন। সম্পর্ক নিয়ে গুঞ্জন সত্ত্বেও, স্বস্তিকা কখনও সেই কথা লুকাননি।

সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষে ভাবে আমার ৪০০টা প্রেম ছিল। কিন্তু আমার হয়তো হয়েছে ৬ টা।” এই সহজ-সরল স্বীকারোক্তিতে তিনি বুঝিয়ে দেন যে, প্রেম বা সম্পর্ক পরিকল্পনা করে হয় না। তিনি আরও জানান, যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তাঁরা সকলেই স্বনামধন্য ব্যক্তি, এবং তাঁদের সঙ্গে কাজ না করার মানসিকতা তাঁর নেই। কারণ, ভালোবাসা বা ব্যক্তিগত সম্পর্কের সমস্যায় কাজের ক্ষতি হওয়া উচিত নয়।

প্রেমে পড়ার পদ্ধতি শেখালেন স্বস্তিকা!

স্বস্তিকা আরও বলেন, “যদি আমি এমন মানসিকতা নিয়ে চলি যে ভালোবাসা কমে গেছে তাই তাঁদের সঙ্গে কাজ করব না, তাহলে আমাকে কেরিয়ারটাই ছেড়ে দিতে হবে।” এই বক্তব্যটি তাঁর পেশাদারিত্ব এবং কর্মক্ষেত্রে দৃঢ় মানসিকতার প্রমাণ। যাঁদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল, তাঁদের প্রতিও তিনি শ্রদ্ধাশীল থেকেছেন এবং পেশাগত সিদ্ধান্তগুলোতে কখনও ব্যক্তিগত আবেগকে স্থান দেননি। এই কারণে তিনি তাঁর কেরিয়ারকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন।

স্বস্তিকার নাম অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়েছে, বিশেষ করে টলিউডের অভিনেতা ও পরিচালকদের সঙ্গে। জিত, পরমব্রত, দিব্যেন্দু, সৃজিত এবং সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বহুবার। কিন্তু স্বস্তিকা কখনই নিজেকে কোন‌ও বিতর্কের মধ্যে লুকিয়ে রাখেননি। বরং তিনি প্রতিটি সম্পর্ককে সম্মান দিয়ে, খোলাখুলি আলোচনা করেছেন এবং নিজের মতামতকে স্পষ্ট করেছেন।

আসন্ন ছবির প্রসঙ্গে, স্বস্তিকাকে এবার দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে। এখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন, যেখানে রুক্মিণী মৈত্র থাকবেন পুলিশ অফিসারের ভূমিকায় এবং দেব থাকছেন প্রধান চরিত্রে। এটি দেবের প্রযোজনায় নির্মিত এবং মুক্তি পাবে আগামী ৮ই অক্টোবর। পুজোর মরসুমে এই ছবি নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

এছাড়াও, এই পুজোতে আরও বেশ কিছু বড়ো ছবির মুক্তি অপেক্ষা করছে। পথিকৃৎ বসুর শাস্ত্রী, যেখানে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় মুখ্য চরিত্রে আছেন, এবং অরিন্দম শীলের মিতিন মাসি-র নতুন ছবি একটি খুনির সন্ধানে মুক্তি পাবে। এইসব ছবির সঙ্গে স্বস্তিকার টেক্কা দর্শকদের জন্য পুজোর মরসুমে এক বিশেষ উপহার হিসেবে থাকবে।

TollyTales NewsDesk