আরজি কর ( RG Kar Incident ) আবহে পথে নেমেছে গোটা টলিউড ( Tollywood )। প্রথম সারি থেকে প্রতিবাদ জানাচ্ছেন স্বস্তিকা মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্রের মতো বাঘা বাঘা অভিনেত্রীরা। আম জনতা ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারকাদের পথে নামা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল ( Trinamool ) সাংসদ সৌগত রায় ( Sougata Roy )। তাঁর কথায়, ‘টলিউডের বি গ্রেড, সি গ্রেড সব শিল্পী, যারা নায়িকা পর্যন্ত হননি, তারা বিবৃতি দিচ্ছেন। কী যায় আসে? এরা তারকা নয়, এরা স্টারলেট। স্টার এবং স্টারলেটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানা আছে…।’
তৃণমূল সাংসদ আরও বলেন, ‘দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট তারকা। কে কবে একটা সিনেমা করেছিলেন, তাঁরা স্টার নন। দুইয়ের মধ্যে তফাত আছে। এদের মাস ফলোয়িং নেই। শ্রেয়া ঘোষাল কিছু করেননি। অরিজিৎ আমার প্রিয় গায়ক। কিন্তু রাজনৈতিক ভাবে ইমম্যাচিওর, তাই এসব গান গেয়েছে।’
বর্ষীয়ান সাংসদের কটাক্ষে মোক্ষম জবাব দিতে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু ( Tulika Basu )। টলিপাড়ার অন্যতম সিনিয়র অভিনেত্রী তিনি। টেলিভিশন হোক বা বড়পর্দা, তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনিও পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন। অভয়ার বিচারের দাবিতে সরব হয়েছেন।
সমাজমাধ্যমে তৃণমূল সাংসদকে চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রী তুলিকা বসু’র
নাম না করেই এদিন নিজের সমাজমাধ্যমের একটি পোস্টে চাঁচাছোলা ভাষায় সৌগত রায়কে যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়লাম। সারারাত ছাড়া ছাড়া ঘুমোলাম। বি, সি গ্রেড? বুঝিয়ে দিলেন তো শিক্ষিত আর স্বাক্ষরের মধ্যে পার্থক্য আছে। আপনাদের অনেকে ফেসবুকে উল্টোপাল্টা কথা লিখছে। ভাবলাম কোথায় ধমক-টমক দেবেন, বোঝাবেন যে এটা এসবের সময় নয়। পারলেন না… বি-সি গ্রেড শিল্পীরা? আপনি নয় শুনবেন, নয় দেখবেন না হলে শুনবেন না, দেখবেন না। আপনারা দেখছেন আমরা শুনছি না… বুঝতে পেরে গেছেন না?’
আরও পড়ুন: মুখোমুখি রাই-অনির্বাণ! অফিসের অনুষ্ঠানে এসে কী ভুল বোঝাবুঝি মিটবে দুজনের? আবার কি নতুন করে শুরু হবে প্রেমের পথচলা?
অভিনেত্রী আরও বলেন, ‘এত মানুষ নেমে পড়েছেন সব বি-সি গ্রেডের? কী করে এসেছেন এতদিন? কী করে থাকেন? সবটা ধরা পড়ে গেছে। আমরা বুঝতে পেরে গেছি… ভয় পাচ্ছেন? সুস্থ থাকুন।’ এর সঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘বিবেকানন্দের খুব পছন্দের একটা গান আছে না… ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই…’, গানটা শুনুন। আসলে আপনি জেড গ্রেডেড। আপনি বয়স্ক প্রণাম… ছিঃ!’