রবিবারের সকালটি টলিপাড়ার জন্য শুরু হল এক খুশির খবরে। জনপ্রিয় কীর্তনশিল্পী ও বিধায়িকা অদিতি মুন্সী মা হয়েছেন। বছরের শুরুতেই তাঁর জীবনে যোগ হল এক নতুন পরিচয়। অদিতি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর সংসারে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। নতুন বাবা দেবরাজ নিজেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
মিষ্টি হাসি আর স্নিগ্ধ উপস্থিতির জন্য অদিতিকে বাংলার দর্শক বহুদিন ধরেই ভালোবাসেন। কীর্তনের সুরে তাঁর কণ্ঠে যে ভক্তি আর আবেগ ধরা দেয়, তা আলাদা করে পরিচয়ের দাবি রাখে না। ছোটখাটো গড়ন আর শান্ত স্বভাবের জন্য অনেকেই তাঁকে লক্ষ্মী ঠাকুরের সঙ্গে তুলনা করেন। দীর্ঘদিন ধরে সঙ্গীতজগতে নিজের জায়গা তৈরি করার পাশাপাশি তিনি সমাজ ও রাজনীতির ময়দানেও সমানভাবে সক্রিয়।
২০১৮ সালে অদিতি মুন্সীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই এই দম্পতি নিজেদের কাজের জগতে ব্যস্ত থেকেছেন। অদিতি একদিকে যেমন একজন পরিচিত সঙ্গীতশিল্পী, তেমনই রাজারহাট গোপালপুরের বিধায়িকা হিসেবে প্রশাসনিক দায়িত্বও সামলান। কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখেই ধীরে ধীরে মাতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি।
বিয়ের প্রায় সাত বছরের মাথায় তাঁদের জীবনে এল এই বিশেষ মুহূর্ত। দুই থেকে তিন হওয়ার আনন্দে আপ্লুত গোটা পরিবার। জানা গিয়েছে, সকাল প্রায় দশটা নাগাদ সন্তানের জন্ম দেন অদিতি। বেশ কিছুদিন ধরেই তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ উস্কে দিল জুবিনের স্মৃতি! মাত্র ৪৩ থামল সুরের পথচলা, প্র’য়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রশান্ত তামাং! অকাল মৃ’ত্যুর কারণ কী?
কিছুদিন আগেও অদিতিকে দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলের একটি গানের রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকায়। তাঁর অভিজ্ঞ মতামত ও সহজাত ব্যবহার দর্শকদের মন জয় করেছিল। এবার সেই পরিচিত মুখ নতুন এক অধ্যায়ে পা রাখলেন মা হিসেবে। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, কবে আবার কীর্তনের সুরে বা মঞ্চের আলোয় ফিরবেন অদিতি মুন্সী, তবে আপাতত তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় জুড়ে রয়েছে মাতৃত্বের আনন্দ।
