জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বামীর থেকে দূরে থাকেন! কী কারণে ভাঙছে গায়িকা আলকা ইয়াগনিকের দাম্পত্য জীবন? নিজেই জানালেন গায়িকা!

জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক আমাদের সেসব হিট গান দিয়েছেন যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকেরা তেমন অবগত নন। দীর্ঘদিন ধরে গায়িকা এবং তাঁর স্বামী নীরজ কপূরের মধ্যে দূরত্ব থাকলেও দাম্পত্য জীবন এখনও টিকে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা নিজেই জানান, কীভাবে এই দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্কের বন্ধন বজায় রেখেছেন।

অলকা জানান, ১৯৮৯ সালে পারিবারিক সূত্রে পরিচয় হয় নীরজ কপূরের সঙ্গে। “আমার স্বামী নীরজ একজন ব্যবসায়ী। শিলং-এ ওর একটা বাড়ি ছিল। আমাদের পারিবারিক যোগ ছিল। নীরজের মাসি আমার মায়ের সহপাঠী ছিলেন। নীরজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তার পরে আমাদের প্রেম শুরু।”– বলেন অলকা। ছোট সময়ের প্রেমের পরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তবে গায়িকার কর্মজীবন ধীরে ধীরে তাদের দূরত্ব বাড়িয়ে দেয়। মুম্বইতে অলকার কাজের সুযোগ এবং সাফল্য বৃদ্ধি পেতে থাকে, আর নীরজ থাকতেন শিলং-এ। প্রথমে তারা পরিকল্পনা করেছিলেন শিলং এবং মুম্বই উভয় জায়গায় কিছুদিন বসবাস করবেন। কিন্তু অলকার গান ধারাবাহিকভাবে সফল হওয়ায় মুম্বই ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব হয়নি।

অলকা স্বীকার করেছেন, “আমার কাজ খুব ভাল ভাবে চলতে থাকে। তাই মুম্বই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে।” এই ব্যস্ততা এবং দূরত্বের কারণে দাম্পত্য জীবনে শারীরিক আলাদা থাকার প্রভাব পড়ে। তিনি আরও বলেন, “আমার স্বামী একটা কথা বলে, ও আমার জন্য খুব শুভ। কিন্তু নিজের জন্য একেবারেই শুভ নয়। এটা সত্যিই আমার ভুল।”

আজও অলকা এবং নীরজের সম্পর্ক বিবাহিত অবস্থায় আছে। কিন্তু গায়িকার মতে, জীবনধারার বেশিরভাগ সময় তারা আলাদাই থেকেছেন। যদিও সাফল্য এবং দায়িত্বে মনোনিবেশ তাঁর জন্য অপ্রত্যাশিত বাধা সৃষ্টি করেছে, তবুও সম্পর্কের বন্ধন টিকে আছে। অলকার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে, কখনো কখনো দূরত্ব থাকলেও ভালোবাসা এবং বোঝাপড়া দাম্পত্য জীবনের শক্ত ভিত্তি হয়ে দাঁড়াতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page