টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই দর্শকমহলে কৌতূহল থাকে। তাঁর জীবনের এক অধ্যায় জুড়ে রয়েছেন প্রাক্তন স্ত্রী ‘অপর্ণা গুহঠাকুরতা’ (Aparna Guhathakurta) , যিনি গ্ল্যামার জগতের সঙ্গে কোনওদিন যুক্ত না থাকলেও সৌন্দর্যের দিক থেকে যে কোনও অভিনেত্রীকেই টেক্কা দিতে পারতেন। দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের দুই বছর পর ১৯৯৭ সালে অপর্ণার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুম্বাদা।
কিন্তু এই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি, পাঁচ বছরের মধ্যেই পথ আলাদা হয়ে যায় দু’জনের। অপর্ণা গুহঠাকুরতা জীবনের পথচলা ছিল অনেকটাই আলাদা। অভিনয়ের সঙ্গে কোনও যোগাযোগ না থাকলেও প্রেমে পড়তে বেছে নিয়েছিলেন টলিউড সুপারস্টারকে। তবে বিবাহিত জীবনে সমস্যার মূলে ছিল স্বামীর সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা, যা মেনে নিতে পারেননি অপর্ণা। শেষমেশ পরকীয়ার অভিযোগের প্রেক্ষিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
তবে এই দম্পতির জীবনে আসে এক কন্যাসন্তান—প্রেরণা, যিনি আজ সফল এক আইনজীবী। বিয়ে ভাঙার পর লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন অপর্ণা। এখন তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। ঘরকন্না সামলানো থেকে শুরু করে ভ্রমণ—সব কিছুতেই আনন্দ খুঁজে নেন তিনি। মেয়ের লালনপালনের সম্পূর্ণ দায়িত্ব একাই নিয়েছেন, কখনও অতীতের দিকে ফিরে তাকাননি।
অপর্ণার চেহারায় আজও বয়সের ছাপ তেমনভাবে লক্ষ্য করা যায় না। প্রেরণাও এখন রীতিমতো সুন্দরী ও আত্মনির্ভরশীল এক তরুণী। চার বছর আগে মা-মেয়েকে কলকাতায় দেখা গিয়েছিল, যেখানে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। তবে প্রসেনজিতের সঙ্গে তাঁর কন্যার যোগাযোগ নেই বললেই চলে। নিজে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে দেখা করার সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি।
আরও পড়ুনঃ স্বপ্ন ছিল সংসার, বাস্তবে মিলল নির্যা’তন আর গর্ভ’পাতের দুঃসহ অভিজ্ঞতা! ভালোবাসার মোড়কে প্রতারণা, অভিনেত্রীকে একাধিক গর্ভ’পাতে বাধ্য করার অভিযোগ! অভিনয় জীবনে সাফল্য, ব্যক্তিগত জীবনে অভিশাপ!
প্রসেনজিৎ বলেন, সুযোগ পেলে একবার প্রেরণাকে জড়িয়ে ধরতে চান। উল্লেখ্য, অপর্ণার সঙ্গে ডিভোর্সের বছরেই প্রসেনজিৎ বিবাহ করেন অর্পিতা চট্টোপাধ্যায়কে। দুই দশকেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্যে রয়েছেন তাঁরা, তাঁদের একমাত্র সন্তান তৃষাণজিৎ। তবে বুম্বাদার অতীতের গল্পে অপর্ণা ঠাকুরতা এখনও এক বিশেষ নাম—যিনি আলোচনার বাইরে থেকেও রয়ে গেছেন এক অধ্যায়ের নায়িকা হিসেবে।