জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Koushiki Chakraborty: আজ গোটা বিশ্ব চেনে পন্ডিত অজয় চক্রবর্তী ও তার সুযোগ্যা কন্যা কৌশিকীকে, কিন্তু ছোটবেলায় দুজনে ডাব বিক্রি করে সংসার চালাতেন, এই কষ্টের কথা জানতেন?

বাংলায় যে জনপ্রিয় সংগীত শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন পন্ডিত অজয় চক্রবর্তী। শাস্ত্রীয় সংগীতে তাকে সবাই গুরু বলেই মানে। তার মতোই আরো একজন জনপ্রিয় সংগীত শিল্পী হলেন তার মেয়ে কৌশিকী চক্রবর্তী। যাকে বর্তমান বাংলায় জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। একাধিক জনপ্রিয় ছবিতে প্লেব্যাকে গান গান গেয়েছেন তিনি। বাংলা তথা ভারতীয় তাকে একজন জনপ্রিয় সংগীত শিল্পী বলেই চেনেন দর্শক।

Ajoy Chakraborty in Dubai: Let us follow our dreams | Events – Gulf News

কৌশিকীর বাবা পন্ডিত অজয় চক্রবর্তী ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন জনপ্রিয় সংগীত শিল্পী। তার মা চন্দনা চক্রবর্তীও একজন গুণী সংগীত শিল্পী। কৌশিকী খুব ছোট থেকেই নিজের গানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন । তার বয়স যখন বছর ৭ তখন থেকেই তিনি সংগীতের শিক্ষা নিতে শুরু করেন। ১০ বছর বয়সে তিনি তার বাবার গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে সংগীতের প্রশিক্ষণ নিতে শুরু করেন।

Music and Us | Kaushiki Chakraborty | Online Music Academy

২০০৫ সালে ‘ওয়াটার’ ছবিতে নরসিং মেহতার লেখা ‘বৈষ্ণব জানা তু’ গানে তিনি প্রথম প্লেব্যাকের সুযোগ পান। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমাতে তিনি গান গাওয়ার সুযোগ পেতে থাকেন। ‘জানি দেখা হবে’, ‘পাঁচ অধ্যায়’, ‘হৃদ মাঝারে’ এর মত ছবিতে তিনি গান গেয়েছেন।

Kaushiki Chakraborty Height, Age, Boyfriend, Family, Biography & More »  StarsUnfolded

অজয় চক্রবর্তী ছিলেন শ্যামনগরের তাঁতী পরিবারের ছেলে তার মা বাড়িতে তার বুনতেন। এবং সেই শাড়ি বাজারে বাজারে নিয়ে বিক্রি করতেন অজয় চক্রবর্তী। আবার কখনো এমন হয়েছে যে শ্যামনগর স্টেশনে তিনি ডাব বিক্রি করেছেন। কিন্তু প্রথম থেকেই একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন অজয় চক্রবর্তী। তাই ছোট থেকেই কৌশিকীর এবং তার বাবা অজয় চক্রবর্তী জীবনে ছিল অর্থাভাব। সংসারের অভাব অনটন দেখেই বড় হয়েছেন কৌশিকী। পরে নিজেদের অসাধারণ সংগীত প্রতিভার মাধ্যমে এবং দীর্ঘদিনের চর্চার ফলস্বরূপ তারা আজকে বাংলা ইন্ডাস্ট্রির দুজন নাম করা সংগীত শিল্পী।

Pandit Ajoy Chakrabarty with little Kaushiki || Thumri || Riyaz Session 3  || Guru Shishya Parampara - YouTube

Nira