জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mimi Chakraborty: পুজোয় লাল পেড়ে সাদা শাড়ি পরে মুখ নেড়ে গান গাইলেও শুনতে পেল না দর্শক! ‘আমরাই বোধহয় কানে কালা এত ভালো গান শুনতে পাচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার মিমি চক্রবর্তী

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। তার সঙ্গে তিনি একজন সাংসদও। বেশ কয়েক বছর হল মিমি অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়াতেও পা দিয়েছেন।তিনি অভিনয় জগতে পা রেখেছেন বেশ কয়েক বছর হল তবে তার প্রথম অভিনয় জীবন শুরু বাংলা টেলিভিশন থেকে। ২০১০ সালে স্টার জলসার গানের ওপারে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে মিমি চক্রবর্তী বেশ জনপ্রিয়তা লাভ করে।

আর তারপর থেকেই একের পর এক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আজ একজন সফল অভিনেত্রী। সম্প্রতি তিনি বলিউডেও পা রাখতে চলেছেন বলে শোনা গেছে। টিভি পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মিমির জনপ্রিয়তা খুবই বেশি । তার সঙ্গে ইনস্টাগ্রামে তিনি খুবই অ্যাক্টিভ,সেখানে নিজের নানারকম ফটো ভিডিও দিয়ে থাকেন। এছাড়া নিজের নতুন ছবির বা গানের প্রমোশনও করে থাকেন তিনি।

একজন অভিনেত্রী এবং সাংসদের পাশাপাশি মিমি খুব ভালো গানও গান। এরই মধ্যে দর্শক মিমির গলায় বেশ কয়েকটি গান শুনতে পেয়েছেন। আর সেই ভাবেই তিনি কয়েকদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এবং লেখেন ‘এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই…আসছি নিয়ে আমাদের পুজোর গান…Stay tuned for more details।’

ভিডিওটিতে লাল পেরে সাদা শাড়ির সঙ্গে চুলে খোপা করা এবং সোনার গয়নায় সজ্জিত হয়ে, দেখা যাচ্ছে কাঁধে ঢাক তুলে তিনি ঢাক বাজাতে বাজাতে নাচছেন এবং গানও গাইছেন। কিন্তু গন্ডগোলটা হল তার ভিডিওতে তাকে মুখ নাড়তে দেখা গেলেও গান শোনা যাচ্ছে না। কোনরকম টেকনিক্যাল গন্ডগোলের জন্যই এমন হয়েছে সেটি দর্শকরা বুঝতে পারলেও সোশ্যাল মিডিয়ায় সেটি একটি ট্রোলিং এর বস্তু হয়ে গেল।

নেটিজেনরা সেখানে একাধিক মন্তব্য করতে থাকেন এবং মিমিকে নিয়ে একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এতো সুন্দর গান যারা শুনতে পাওনি তাঁদের মনে প্যাঁচ আছে।’আরেক ব্যক্তি লিখলেন, ‘প্রথমে ভাবছি মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে। কি অপূর্ব গান, যেমন সুর আর তেমন গলা….মন ভরে গেল…’ এইরকম মন্তব্যে ভরে যায় ভিডিওটির কমেন্ট সেকশন।

Nira