জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দার তৃপ্তি এবার প্রযোজক! নতুন ভূতের সিরিজে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় অলকানন্দা গুহ!

ছোটপর্দায় একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও ‘চিনি’-র দিদি, কখনও ‘বধুয়া’-র সাহসিনী, আবার কখনও বা ‘বুলেট সরোজিনী’-র ‘তৃপ্তি’। এতদিন অবধি আলোকিত ছিলেন ক্যামেরার সামনে, এবার সেই আলোর পেছনের জগতে পা রাখলেন অভিনেত্রী অলকানন্দা গুহ।

সিরিয়াল জগতে দীর্ঘ অভিজ্ঞতা থাকার পর অবশেষে ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু করলেন অলকানন্দা। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ছোটপর্দায় সাফল্যের পর এবার অভিনেত্রী নিজেই দাঁড় করালেন নিজস্ব প্রযোজনা সংস্থা। তবে একা নন, এই সফরে তাঁর পাশে রয়েছেন স্বামী তথা পরিচালক মনোজিত মজুমদার।

সম্প্রতি অলকানন্দা গুহ শেষ করেছেন তাঁর প্রথম প্রযোজিত মাইক্রো সিরিজের শুটিং। ৯টি এপিসোডে গঠিত এই হরর ভিত্তিক সিরিজের শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ইটাচুনা রাজবাড়িতে। ‘ভূতের গল্প’-র মোড়কে তৈরি এই সিরিজে অলকানন্দা শুধুমাত্র প্রযোজক হিসেবেই নয়, একজন অভিনেত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই প্রজেক্টে সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শুভদীপ গুহ।

এই নতুন প্রযোজনায় পরিচালক হিসেবে রয়েছেন অলকানন্দার স্বামী মনোজিত মজুমদার। ছোটপর্দা থেকে বড় পর্দায় একসঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা তাঁদের জন্যও বিশেষ বলে জানিয়েছেন অলকানন্দা। অভিনেত্রীর কথায়, ‘‘এটা আমাদের স্বপ্নের প্রোজেক্ট। আমি যেমন অভিনয়ের পাশাপাশি প্রযোজনা দেখছি, ও (মনোজিত) তেমন পরিচালনার পাশাপাশি সম্পাদনার দায়িত্বও নিয়েছে।’’

সিরিয়াল ও ওটিটি পেরিয়ে এবার বড়পর্দাতেও জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা। তাঁর কেরিয়ারের এই নতুন যাত্রা নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের কাছে বাড়তি আকর্ষণ। ছোটপর্দার গণ্ডি ছেড়ে অলকানন্দার এই নতুন দিশা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page