বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় তাঁর মুখ চেনেন না, এমন দর্শক কমই আছেন। পর্দার একের পর এক সফল চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী ‘অলকানন্দা গুহ’ (Alokananda Guha)। ‘করুণাময়ী রানী রাসমণি’ কিংবা ‘জয়ী’— প্রতিটি ধারাবাহিকেই তিনি প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতা। শীঘ্রই তাঁকে বড়পর্দায়ও দেখা যাবে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায়। অথচ এমন একাধিক ভালো খবরের মাঝেও অলকানন্দা নিজেই জানালেন, তাঁর সময়টা মোটেই ভাল যাচ্ছে না!
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন তিনি। মুখে যদিও হাসি, কিন্তু ক্যাপশনেই ছিল যন্ত্রণার ইঙ্গিত। ভিডিওতে অলকানন্দা বলেন, দর্শকেরা তাঁকে সবসময় খুশি দেখেন, কিন্তু বাস্তবটা অনেক আলাদা। পেশাগত জীবনে একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মাসে ১৮ দিন শুটিংয়ের। কিন্তু সেই ধারাবাহিক শুরু হয়ে শেষের মুখে।
কিন্তু এখনও পর্যন্ত তিনি পুরো ১০ দিনেরও শুটিং পাননি! স্টার জলসার এই ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের শেষ দিনে তাঁকে ডাকা হয়েছিল শুটিং স্পটে। সকলের আবেগঘন বিদায় দেখতে প্রথমে যেতে চাননি অভিনেত্রী, কিন্তু সহকর্মীদের অনুরোধে শেষে রাজি হন। তবে এই কাজটি ঘিরে তাঁকে বারবার অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। কারণ, অনেকেই জানতেন ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা, অথচ তার পর্দায় উপস্থিতি ছিল সীমিত।
এতে পেশাগত ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। শুধু কাজ নয়, ব্যক্তিগত জীবনেও অলকানন্দার মন খারাপের সঙ্গী হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। বহুদিন ধরে আগলে রাখা দু’টি পোষ্য ‘গোল্ড ফিশ’ মারা গিয়েছে সম্প্রতি। তার উপর হঠাৎ ঘাড়ে চোট পেয়ে আরও কষ্টে পড়েছেন তিনি। ভিডিয়োতেই তিনি বললেন, “কেন যে এসব হচ্ছে, বুঝে উঠতে পারছি না। সব মিলিয়ে মানসিকভাবে খুবই অস্থির একটা সময় যাচ্ছে।”
আরও পড়ুনঃ “তিনটে পরিচয় নিয়ে বহুদিন কাটিয়েছি…” — তবে কি অভিনয় ছেড়ে সম্পূর্ণ নতুন পথে পা বাড়াচ্ছেন সন্দীপ্তা সেন?
অনুরাগীদের সঙ্গে নিজের ভাল-মন্দ ভাগ করে নিতে ভ্লগকে বেছে নিয়েছেন অলকানন্দা গুহ। অভিনয় জীবন যতই ঝলমলে হোক, তার আড়ালে যে কতটুকু না বলা গল্প থাকে, তা তিনি আবারও বুঝিয়ে দিলেন। খ্যাতি, প্রতিশ্রুতি, আর বাস্তবের টানাপোড়েনে যখন একজন শিল্পীর ভিতর থেকে নেমে আসে হতাশা, তখন সেটাও প্রকাশ করে দেওয়াই তাঁর কাছে বোধহয় মুক্তি। আপাতত অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের কাম্য।