বিনোদন জগতে বিয়ে মানেই দর্শকদের কৌতূহল কয়েক গুণ বেড়ে যায়। কে কাকে বিয়ে করছেন, বিয়ের প্রস্তুতি কতদূর, কীভাবে হচ্ছে কেনাকাটা, পোশাক থেকে সাজ—সব কিছু নিয়েই আলাদা আগ্রহ থাকে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন, তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও বেশি হয়। ঠিক তেমনই এখন চর্চার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা গুহ এবং তাঁর প্রেমিক সুকান্ত কুন্ডুর আসন্ন বিয়ে।
অভিনেত্রী অনন্যা গুহ মাত্র ২২ বছর বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যা অনেকের কাছেই সাহসী এবং চমকপ্রদ। অল্প বয়স হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। বিনোদন জগতে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বরাবরই খোলামেলা। তাই বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই অনন্যা স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
অনন্যা ও সুকান্তের সম্পর্ক নতুন নয়। বহুদিন ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা। শুধু ব্যক্তিগত পরিসরেই নয়, ব্লগিংয়ের মাধ্যমেও নিজেদের সম্পর্কের নানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই জুটি। কখনও কাজের ফাঁকে মজা, কখনও সাধারণ দিনের গল্প—সবটাই তাঁদের ভ্লগে ধরা পড়েছে। এই স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ধীরে ধীরে দর্শকদের মন জয় করেছে।
সম্প্রতি বিয়ের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন অনন্যা। তিনি জানিয়েছেন, সুকান্তকে তাঁর সব দিক থেকেই ভালো লাগে। মানুষের সব কিছু পছন্দ হওয়া সম্ভব নয়, তবে সম্পর্কে থাকার সময় সুকান্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলোর পিছনে যুক্তি রয়েছে। আর সেই লজিকই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়। তাই এখন পর্যন্ত সুকান্তের প্রতিটি সিদ্ধান্তেই তিনি সন্তুষ্ট।
আরও পড়ুনঃ ক্লাবের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যেও বদলাল না রায়, বিতান মিত্রের মৃ’ত্যুর দায় ঋষির ঘাড়েই! দেরিতে আদালতে পৌঁছালো জ্যোতি, ততক্ষণে সব শেষ! ‘জোয়ার ভাঁটা’য় আশার আলো দেখিয়েও নিভে গেল?
তবে বিয়ের পোশাক নিয়ে মজার প্রশ্নের মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। সুকান্ত যদি বিয়ের দিনে একেবারে অন্যরকম কিছু করেন, সেটা কি তিনি মেনে নেবেন? হাসতে হাসতে অনন্যা জানান, “হাফ প্যান্ট পরে বিয়ে করতে এলে সেটা মানা যাবে না।” তবে বাঙালিয়ানার মধ্যেই যদি নতুনত্ব থাকে, তাহলে সেটাকে তিনি অবশ্যই স্বাগত জানাবেন। সব মিলিয়ে অনন্যা-সুকান্তের বিয়ে নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
