জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জীবনটাকে উপভোগ করতে হবে…বিয়ের পরে সংসার-সন্তান, অনেক চাপ!’ বেড়ে যাচ্ছে বয়স, তাও বিয়ে কেন নয়? খোলাখুলি জানালেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা!

টলিপাড়ার সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের নাম প্রথম সারিতেই আসে। বহু বছর ধরে সম্পর্কে থেকেও তাঁদের বিয়ে নিয়ে ধোঁয়াশা কাটেনি। অনুরাগীদের কৌতূহল, কবে চার হাত এক হবে। এতদিন সেই প্রশ্ন এড়িয়ে গেলেও এবার দুজনেই নিজেদের ভাবনা স্পষ্ট ভাষায় তুলে ধরলেন।

অঙ্কুশ জানালেন, তাঁদের জীবনে বিয়ের পরের চেনা সামাজিক কাঠামো খুব একটা গুরুত্ব পায় না। সন্তান কিংবা সংসার গড়ার চাপ তাঁদের পরিবার থেকেও নেই। তাঁরা কাজের মধ্যেই জীবন উপভোগ করতে ভালোবাসেন। সম্পর্ক মানেই একসঙ্গে থাকা, পরস্পরের পাশে থাকা এবং স্বাধীনভাবে বাঁচা, এই বিশ্বাসেই তাঁরা স্বচ্ছন্দ।

অভিনেতার কথায় উঠে এসেছে আরেকটি বাস্তব দিক। তিনি বলেন, বহু অভিজ্ঞ মানুষকে তিনি বলতে শুনেছেন, গভীর মনের টান থাকলে সেটাকে বাঁচিয়ে রাখতে বিয়ে না করাও এক ধরনের সমাধান হতে পারে। অনেক সময় সম্পর্ককে স্বাভাবিক ধরে নেওয়াই দূরত্ব বাড়ায়। সেই কারণেই তাঁরা সময় নিয়ে চলতে চান।

মজার সুরে অঙ্কুশ আরও বলেন, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময়ে নিজেদের স্থির হয়ে যাওয়ার ঘোষণা কবে কীভাবে দেবেন, সেটাও তাঁরা বুঝে উঠতে পারছেন না। তাই জীবন যেমন চলছে, তেমনই উপভোগ করাই তাঁদের কাছে বেশি জরুরি।

এরপর ঐন্দ্রিলা রসিকতার ছলে বলেন, তাঁদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল যদি দর্শকদের ভালোবাসা পায়, টিকিট কেটে মানুষ সিনেমা দেখেন, তবেই নাকি বিয়ের কথা ভাববেন। দর্শকের সমর্থনই তাঁদের পুঁজি। তাই প্রশ্ন করার আগে ছবি দেখুন, ভালোবাসা দিন, তারপর বিয়ের খবর নিজেই চলে আসবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page