জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সংসারকে জীবন উৎসর্গ করে দেওয়া কমলার, স্বপ্ন পূরণের লক্ষ্যে স্বামী শ্রীনিবাস! দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তের অভিনয়ে মুগ্ধ দর্শকরা! ‘কমলা নিবাস’-এর প্রোমো প্রকাশ্যে, নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে!

জি বাংলার নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas) নিয়ে সম্প্রতি প্রোমো প্রকাশিত হওয়ায় দর্শকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এবার নতুন ধারাবাহিকের গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে এক মধ্যবয়সী দম্পতির জীবনযাত্রা। চরিত্র দুটিকে প্রাণ দান করবেন অভিনেতা ‘দেবশঙ্কর হালদার’ (Debshankar Halder) এবং ‘সোহিনী সেনগুপ্ত’ (sohini sengupta), যাদের রসায়ন ইতিমধ্যে বেশ নজর কেড়েছে। এদিন প্রকাশিত প্রোমোতে দেখা যায়, ধারাবাহিকটির মূল চরিত্র শ্রীনিবাস গুহ। একজন সাধারণ মধ্যবিত্ত পুরুষ, যার জীবনের একমাত্র স্বপ্ন হলো তাঁর স্ত্রীর জন্য একটি নিজের বাড়ি তৈরি করা।

সংসার চালাতে গিয়ে সময় কিভাবে চলে গেছে, বাজারদর কীভাবে বেড়েছে, এগুলি নিয়ে ভাবনাও নেই। অন্যদিকে কমলা, একজন সাধারণ গৃহবধূ। তাঁর জীবন উৎসর্গ করা পরিবার ও মেয়েদের ভবিষ্যতের কাছে। তাঁর একমাত্র চিন্তা, মেয়েদের ভালো ঘরে বিয়ে দেওয়া এবং সুখী করা। পরিবারের জন্য সে পুজো করতে মন্দিরে গিয়ে, পুরোহিতকে মেয়েদের কুষ্ঠীও দিয়ে আসে যাতে তাদের জন্য ভালো পাত্রের সন্ধান পাওয়া যায়। দু’জনের স্বপ্ন আলাদা হলেও, তাঁদের মধ্যে যে অটুট ভালোবাসা রয়েছে, তা গল্পের মূল দিশা হয়ে উঠবে।

শ্রীনিবাস এবং কমলার দাম্পত্য জীবনের জটিলতা, তাদের স্বপ্নের বাস্তবায়ন এবং একে অপরের প্রতি তাদের অদৃশ্য টানই এই ধারাবাহিকে ধরা পড়বে। প্রতিটি পর্বে চরিত্রের মধ্যে সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক শ্রদ্ধা অনুভব হবে। তাদের একে অপরকে বুঝে চলা এবং কখন যে একটা বাড়ির স্বপ্ন বাস্তবায়িত হয়, সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, ধারাবাহিকটি দর্শকদের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর গল্পে এমন কিছু মৌলিকতা রয়েছে, যা একেবারে বাস্তব জীবনের মতো মনে হয়।

সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, স্বপ্ন, সংগ্রামকে সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তের অভিনয়ও খুবই প্রাকৃতিক, যা চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে গেছে। এখনকার টেলিভিশনের বেশিরভাগ গল্পই তরুণদের নিয়ে হলেও, ‘কমলা নিবাস’ তার ব্যতিক্রম। এটি একটি মধ্যবয়সী দম্পতির জীবন কাহিনী, যেটি হয়তো অনেকেরই জীবনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। যখন সম্পর্কের মাঝে কোনও তীব্র উত্তেজনা বা নাটকীয়তা থাকে না, তখন সেটা আরেকটু বেশি গভীরতা এবং বাস্তবতার ছোঁয়া পায়।

আরও পড়ুনঃ বোটক্স থেকে কসমেটিক সা’র্জারি, গ্ল্যামার দুনিয়ার নতুন ট্রেন্ড! সৌন্দর্যের মাপকাঠি নিয়ে চর্চার মাঝেই, কী বললেন ‘টলি কুইন’ কোয়েল মল্লিক?

এই ধারাবাহিকটি সত্যিই এক নতুন ধারার প্রেমের গল্প, যা সকল বয়সী দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত এই ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। যদিও, এই মুহূর্তে শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ‘আনন্দি’। তাছাড়াও আরও একটি ধারাবাহিক শেষ হওয়ার সম্ভবনা আছে, কারণ ‘সাত পাকে বাঁধা’ও শুরু হবে। যদিও অনেকেই অপেক্ষা করতে শুরু করেছেন ‘কমলা নিবাস’ ধারাবাহিকের জন্যই।

Piya Chanda

                 

You cannot copy content of this page