জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বোটক্স থেকে কসমেটিক সা’র্জারি, গ্ল্যামার দুনিয়ার নতুন ট্রেন্ড! সৌন্দর্যের মাপকাঠি নিয়ে চর্চার মাঝেই, কী বললেন ‘টলি কুইন’ কোয়েল মল্লিক?

চেহারার নিখুঁত গড়ন, নির্দিষ্ট নাক-চোখ বা ঠোঁট ঘিরে আজকের দিনে সৌন্দর্যের এক ধরনের বাঁধাধরা সংজ্ঞা তৈরি হয়ে গেছে। বিশেষ করে গ্ল্যামার দুনিয়ায় শরীর এবং রূপ নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা (Cosmetic Surgery) এখন আর নতুন কিছু নয়। ম্যাগাজিনের পাতা উল্টালেই ‘বোটক্স’, ‘লিপ জব’ কিংবা ‘নোস জব’ শব্দগুলো এখন প্রায়ই চোখে পড়ে। অভিনেত্রীদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক, কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা ভিড়ের পথে হাঁটতে চান না, নিজের বিশ্বাস আর স্বাভাবিকতাকেই গুরুত্ব দেন।

এই জায়গাতেই বরাবরের মতোই ব্যতিক্রমী অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick)। রূপ নিয়ে কোনও বাড়াবাড়ি বা মাতামাতিতে তিনি বিশ্বাসী নন। সম্প্রতি তাঁকে বোটক্স এবং কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্ন করা হলে, খুব শান্ত ও সংযতভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর মতে, প্রত্যেক মানুষের নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। কেউ যদি এমন কোনও পরিবর্তন করতে চান, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে নৈতিকতার প্রশ্ন তুলে বিচার করা তিনি একেবারেই পছন্দ করেন না।

তবে, নিজের ভাবনায় কোয়েল স্পষ্টভাবে বিশ্বাস করেন যে সৌন্দর্য কোনও একরকম ছাঁচে বাঁধা নয়। তাঁর চোখে মানুষ তার ছোট ছোট খুঁত নিয়েই সুন্দর। চোখের কোণ, মুখের গড়ন বা সামান্য অসম্পূর্ণতাই একজনকে আলাদা করে তোলে। সবকিছু নিখুঁত হলে সেটা আদৌ কতটা মানবিক থাকবে, সেই প্রশ্নও তিনি তুলে ধরেন। নিজের যা আছে, যতটা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার মানসিকতাকেই তিনি বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন।

এই সংযত দৃষ্টিভঙ্গি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাঁর ব্যক্তিত্বেও তার ছাপ স্পষ্ট। তাই ভক্তদের কাছে তিনি শুধুই জনপ্রিয় অভিনেত্রী নন, বরং ‘টলি কুইন’ নামটা তাঁর ক্ষেত্রে একেবারেই মানানসই। মার্জিত আচরণ, নিজেকে নিয়ে অহেতুক প্রদর্শনের অনীহা আর নিজের মতো করে থাকার জন্যই আলাদা করে সম্মান পান তিনি। রূপের চর্চার চেয়ে নিজের কাজ আর অবস্থান নিয়েই বেশি কথা বলতে স্বচ্ছন্দ কোয়েল। সেই দিক থেকে, গত বছর ছিল তাঁর সাফল্যে ভরা।

একের পর এক ছবিতে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। প্রথমেই ‘স্বার্থপর’ ছবি দিয়ে দর্শকমহলে সাড়া ফেলেছিল, আর বড়দিনের ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’ বক্স অফিসে যথেষ্ট সন্তোষজনক ফল করেছে। এমনকি কিছু ক্ষেত্রে এই ছবি অন্য বড় প্রযোজনার ছবিকেও পিছনে ফেলে দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, নিজের স্বাভাবিকতা আর কাজের ধারাবাহিকতাকেই শক্তি করে এগিয়ে চলেছেন কোয়েল, আত্মবিশ্বাসী এবং নিজের মতো করেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page