জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জন্মদিনে ঐন্দ্রিলাকে চুমু দিয়ে দিয়ে তাকে বিছানায় ফেলে দিয়ে শুভেচ্ছা, বান্ধবীকে বিশেষ নামে ডাকলেন অঙ্কুশ!

টলিউডে ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা জনপ্রিয় জুটি। টলিউডের ‘সুপার কিউট’ জুটি বলা হয় এই দম্পতিকে। তাঁদের সম্পর্কটা দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা।

সেই সম্পর্কে শুধু তারকার নন সাধারণ মানুষও জানেন। কারণ দুজনেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ১১ বছর ধরে সম্পর্কে আছেন। খুব জলদি বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। তবে এবার অঙ্কুশ এক কাণ্ড করে বসলেন।

বান্ধবীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন এক বিশেষ ভিডিওর মাধ্যমে। ঐন্দ্রিলাকে পিছন থেকে জাপটে ধরে অঙ্কুশ বলতে থাকেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ’! ওমা তারপর ‘ঐন্দ্রিলা’ না বলে বলেন ‘গরিলা’। তারপরেই আবার ঐন্দ্রিলা নামটাও বলেন। তারপরেই চুমুতে ভরিয়ে দেন প্রেমিকাকে।

রীতিমত খাটে ফেলে চুমু দিতে থাকেন অঙ্কুশ। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বলা যায় ঐন্দ্রিলার অবস্থা বেশ খারাপ করে ছেড়ে দেন তাঁর প্রেমিক।

১১ বছর হয়ে গেলে যা হয় আর কী…এমন ক্যাপশন লিখেছেন অঙ্কুশ। তারপর এই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের প্রতি শুভেচ্ছাবার্তা আসতে থাকে তারকাদের। পূজা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অদ্রিজা রায় সকলেই মজা করে কমেন্ট করেন।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

তবে এসবের মাঝেই জল্পনা আরো বাড়ছে দুজনের বিয়ের। এখন সকলেরই প্রশ্ন একটাই যে কবে বিয়ে করছে এই জুটি। ঐন্দ্রিলা আবার বলেছেন ভালো করে সেজেগুজে ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা রয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page