জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এরমধ্যেই বাজারে চলে এল উচ্ছেবাবু সন্দেশ! মিঠাই ধারাবাহিকের অনুরাগীর এই মিষ্টি বানানোর ভিডিও এখন ভাইরাল

বাংলা বিনোদনের জগতে মিঠাই ধারাবাহিক অন্যতম জনপ্রিয় নাম। মুখ্য চরিত্র মিঠাই এবং সিদ্ধার্থ বসে প্রশংসা কুড়িয়ে নিয়েছে অনেক অল্প সময়ে। দর্শকদের খুব কাছের মানুষ এই জুটি।

এবার সদ্য দেখা গেছে হেলথি হেঁসেল প্রতিযোগিতায় জিতে গেছে মিঠাই। এমনকি তোর্সার শয়তানিও ধরে ফেলেছে সে। বাড়ির সকলের সামনে সেটা প্রকাশ হলেও নিজের বড় জাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে নেয় মিঠাই। এরপরে আবার দর্শকদের প্রিয় হয়ে উঠেছে মিঠাই রানী।

এদিকে মিঠাইয়ের স্বামী উচ্ছেবাবু আবার মেয়েদের বুকধুকপুকানি বাড়িয়ে দিয়েছে। উচ্ছে বাবু সন্দেশ বিখ্যাত হয়ে গিয়েছে এই ধারাবাহিকের দৌলতে। ধারাবাহিকের একজন একনিষ্ঠ ভক্ত এবার সেই রেসিপি নিজের হাতে বানানো।

এই ভিডিও এখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মিঠাই যেভাবে মিষ্টি বানিয়েছিল ঠিক সেভাবেই এই অনুরাগী মিষ্টি বানিয়েছে। এবার স্বীকার করে নিয়েছে যে মিঠাইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ সন্দেশ বানানোর কথা মাথায় আসে।

মনে করা হচ্ছে ধীরে ধীরে মিষ্টির দোকানেও পাওয়া যাবে এই সন্দেশ। হয়তো বরুণকে দোকানে গিয়ে বলল এক প্যাকেট উচ্ছে বাবু সন্দেশ দিন। এই খবর পৌঁছে গিয়েছে অভিনেতা আদৃত রায়ের কানেও। ভবিষ্যতে আর সেই দিনটার দেরি নেই যখন পশ্চিমবঙ্গের সব মিষ্টির দোকানে এই সন্দেশ পাওয়া যাবে। মিষ্টিগুলো দেখতে একবারে উচ্ছের মতো।

Piya Chanda

                 

You cannot copy content of this page