জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সাংসারিক কূটকাচালিতেই বাড়ছে টিআরপি! দর্শকদের জন্যেই এই হাল, বিস্ফোরক ঋষি কৌশিক

বাংলা ধারাবাহিক মানেই অফুরন্ত বিনোদন বাঙালি দর্শকদের কাছে। তবে একটা সময় বাংলা বিনোদনের জগতে সিরিয়াল মানেই ছিল সাংসারিক কূটনীতিগুলি তুলে ধরা। শাশুড়ি বৌমার ঝগড়া বা অন্যান্য বিষয়গুলিকেই মূল প্রাধান্য দেওয়া হতো। এরপর ধীরে ধীরে সময়ে এবং ভাবনা বদলাতে শুরু করে। সেই দিক দিয়ে আস্তে আস্তে সিরিয়ালে হয়েছে আধুনিকীকরণ।

কিন্তু আজকাল যে বিপুল প্রতিযোগিতামূলক বাজার সেখানে টিকে থাকতে গেলে টেলিভিশন এর ক্ষেত্রে টিআরপি অন্যতম।

এবার সেই টিআরপি এবং সেই অনুযায়ী সিরিয়াল বানানোর চাহিদা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় টেলিভিশন এর অভিনেতা ঋষি কৌশিক। ব্যাক-টু-ব্যাক ধারাবাহিকে কাজ করেছেন এবং বেশ কিছু জনপ্রিয় চরিত্র উঠে এসেছে এই নায়কের হাত ধরে। তিনি কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ সিরিয়ালে অভিনয় করছেন এই মুহূর্তে।

বরাবরই সাংসারিক গল্পের নায়ক হয়েছেন ঋষি কৌশিক। আবার শহরের ছেলের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ে, কিংবা দুটো বিয়ে এমন বিষয়বস্তু নির্ভর ধারাবাহিকেও দেখা দিয়েছে তাঁকে। এবার সেটা নিয়ে মুখ খুললেন তিনি।

1608536377 5fe0513958b3e rishi kaushik

যে প্রজন্ম সিরিয়ালের মূল দর্শক তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজকে অতটা গুরুত্ব দেয় না। ওয়েব সিরিজগুলো একটা নির্দিষ্ট সময় বা পর্বের পর শেষ। কিন্তু ধারাবাহিকে পর্বের পর পর্ব চলতেই থাকে। দর্শক যে সাংসারিক জটিলতার গল্প দেখতে ভালোবাসেন এটা সেই ধারাবাহিকগুলির টিআরপি রেটিং দেখলেই বোঝা যায়। এই ধরনের গল্পের টিআরপি বেশি থাকার ফলে একের পর এক সিরিয়াল আনা হচ্ছে এমনটাই মত দিলেন ঋষি কৌশিক।

Piya Chanda