জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি ওই বুড়োর সাথেই আজীবন থাকতে চাই’, দাবি অন্বেষা হাজরা’র! কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? অবশেষে প্রেম জীবন নিয়ে প্রকাশ্যে আনন্দী!

বিনোদন জগতে নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন সর্বদা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অভিনেতা বা অভিনেত্রীর কোন রোম্যান্টিক সম্পর্ক আছে কি না, তাদের পরিবার বা বিয়ের পরিকল্পনা কেমন, এসব বিষয় নিয়ে নিয়মিত চর্চা হয়। সোশ্যাল মিডিয়ার যুগে এই আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে, কারণ দর্শক চাইছেন তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত মুহূর্তগুলো জানতে।

অন্বেশা হাজরা বাংলা টেলিভিশনের পরিচিত মুখদের একজন। ২০১৭ সালে কালার্স বাংলার ‘কাজললতা’ ধারাবাহিকে ডেবিউ করেছিলেন তিনি। এরপরই ধারাবাহিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘চুনি পান্না’ ধারাবাহিকে চুনির চরিত্রে কাজ করার পর দর্শক তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেন।

২০২১ সালে ‘পথ যদি না’ ধারাবাহিকটি অন্বেশার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। খুব অল্প সময়ের মধ্যে তিনি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেন ‘ঊর্মি সরকার’ চরিত্রের মাধ্যমে। ধারাবাহিকের শেষের পর ‘সন্ধ্যাতারা’ এবং বর্তমানে ‘আনন্দী’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ধারাবাহিক জগতে নিজের অবস্থান শক্তিশালী করেছেন। সম্প্রতি আনন্দী ধারাবাহিক ৪০০ পর্ব সম্পন্ন করেছে।

অভিনেত্রী নিজস্ব ব্যক্তিগত জীবনের বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি প্রেম করলেও তা গোপন রাখবেন বা প্রেম না করলেও সেটি গোপন রাখবেন। তবে বিয়ের সময় সবার সামনে জানিয়ে দেবেন। অন্বেশা জানান, বিয়ের বড় কোনো প্ল্যান নেই, তবে যাঁর সঙ্গে বিয়ে করবেন, তাঁর সঙ্গে সারাজীবন থাকতে চান। তিনি বলেছেন, “আমি ওই বুড়োর সাথেই আজীবন থাকতে চাই।”

অন্বেশা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেন প্রতি মুহূর্তেই। তিনি বাবার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করেন এবং মন খারাপ হলে কথা বলতে ভালোবাসেন। ধারাবাহিকের মতো বাস্তব জীবনেও তিনি সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী।

Piya Chanda

                 

You cannot copy content of this page