বাংলা বিনোদন দুনিয়ায় সৌমিতৃষা কুণ্ডু আজ এক পরিচিত নাম। ছোট পর্দা থেকেই তাঁর অভিনয় যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মেও। মিঠাই ধারাবাহিকের হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রী প্রথম ওয়েব সিরিজেই মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে ২০২৫ সাল সৌমিতৃষার জন্য মোটেই সহজ ছিল না। বারবার শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কাজ থেকে বিরতি নিতে হয়, যার প্রভাব পড়ে তাঁর কেরিয়ারেও।
খারাপ সময় পেরিয়ে ২০২৬ সালের শুরুটা কিন্তু বেশ ইতিবাচক সৌমিতৃষার জন্য। জানুয়ারি মাসেই স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ কালরাত্রির দ্বিতীয় সিজন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এই সময়েই গুঞ্জন ওঠে, কিংবদন্তি মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাকি সৌমিতৃষাকে দেখা যেতে পারে। কিন্তু পরে জানা যায়, সেই চরিত্রে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি এই প্রজেক্ট থেকে বাদ পড়লেন সৌমিতৃষা।
এই বিষয়ে অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তিনি জানান, তাঁর কাছে প্রথমে একটি ফোন আসে এবং একটি মিটিংয়ের কথা বলা হয়। সেই মিটিংয়ের দিনক্ষণও ঠিক হয়েছিল। পরে জানানো হয় মিটিং হচ্ছে না এবং লুক টেস্টের কথা ওঠে। কিন্তু এরপর আর কোনও যোগাযোগ হয়নি। বিষয়টি নিয়ে আর এগোয়নি কথাবার্তা। এই নিয়েই অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা, যদিও সৌমিতৃষা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন।
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও সৌমিতৃষা কুণ্ডুকে ঘিরে আগ্রহ কম নয়। তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে তাঁকে বারবার দেখা গেছে নির্বাচনী প্রচারে এবং দলীয় কর্মসূচিতেও। ২০২১ সালের পুরভোট থেকে শুরু করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলীয় প্রচারে অংশ নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধার কথা বহুবার প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রীর স্নেহও পেয়েছেন সৌমিতৃষা, এমনকি পুজোর আগে তাঁর কাছে শাড়ি উপহার পৌঁছেছিল।
আরও পড়ুনঃ ‘আমি ওই বুড়োর সাথেই আজীবন থাকতে চাই’, দাবি অন্বেষা হাজরা’র! কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? অবশেষে প্রেম জীবন নিয়ে প্রকাশ্যে আনন্দী!
রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার প্রশ্নে সৌমিতৃষা এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্তের কথা জানাননি। তিনি নিজেই বলেছেন, ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে। আপাতত তিনি রাজনীতিতে আগ্রহী হলেও কোনও কিছু পাওয়ার আশায় তিনি কখনও কোথাও যাননি। অভিনয় জীবনে ঝিল্লি চরিত্র দিয়ে যাত্রা শুরু করে কনে বৌ এবং মিঠাইয়ের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। বড় পর্দায় প্রধান এবং ১০ই জুনের মতো ছবিতে কাজ করেছেন। সব মিলিয়ে অভিনয় আর রাজনীতির টানাপোড়েনে সৌমিতৃষার জীবন এখন নতুন অধ্যায়ের অপেক্ষায়।
