জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা—বিচ্ছেদের পরেও কি আবার একসঙ্গে থাকছেন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী? বহু প্রশ্নের ভিড়ে এবার মুখ খুললেন ‘চিরসখা’-র স্বতন্ত্র! ঠিক কী বললেন অভিনেতা? সত্যিই কি পৃথার সঙ্গে নতুন করে শুরু হয়েছে সুদীপের সম্পর্কের দ্বিতীয় অধ্যায়?

বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ চিরন্তন। পর্দার চরিত্রের বাইরে বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক, ভালোবাসা, কিংবা মতবিরোধ—সব কিছুই অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে থাকে। তাই যখনই কোনো অভিনেতা বা অভিনেত্রীর দাম্পত্যে ফাটলের খবর শোনা যায়, তখনই সেটি সংবাদ শিরোনামে চলে আসে। এমনই এক জুটিকে নিয়ে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে টলিপাড়ার অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীকে ঘিরে।

বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’ চরিত্রে অভিনয় করছেন সুদীপ। এই চরিত্রটির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন। নাটকীয় মোড়, আবেগ এবং বাস্তবতার নিয়ে তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। ধারাবাহিকের গল্পে যেমন কমলিনী ও স্বতন্ত্রের জীবনের টানাপড়েন দেখা যাচ্ছে, বাস্তবেও যেন অভিনেতার জীবন খানিকটা তেমনই নাটকীয়। তাই অনেকে মজা করে বলেন—“সুদীপের বাস্তব জীবনের গল্পই যেন টিভির স্ক্রিপ্ট।”

এক বছর আগেই খবর হয়েছিল, পৃথার সঙ্গে তাঁর সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। প্রকাশ্যে পৃথা জানিয়েছিলেন তাঁদের মতবিরোধের কথা, যদিও প্রথমে তা অস্বীকার করেছিলেন সুদীপ। পরে তিনিও স্বীকার করেন দাম্পত্যে সমস্যার কথা। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বারবার। জানা গিয়েছে, দুই ছেলের ভবিষ্যৎ ও মানসিক শান্তির কথা ভেবেই তাঁরা আবার এক ছাদের নীচে ফিরেছেন। অভিনেতার মতে “কোন সম্পর্কে মতবিরোধ হয় না, একটু বলবেন?”

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুদীপ অকপটে বলেন, “২৬ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কিন্তু কখনওই আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াকে ঢুকতে দিইনি। পরিবার মানেই আমার নির্জন জায়গা।” অভিনেতার এই কথাতেই বোঝা যায়, তিনি নিজের ব্যক্তিগত অধ্যায়কে আলোচনার বাইরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

যদিও তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে মুখ খুলতে চাননি অভিনেতা, তবুও সূত্রের দাবি—সুদীপ ও পৃথা এখন একসঙ্গেই থাকছেন। সামাজিক মাধ্যমে একাধিক প্রমাণ পাওয়া গেছে। তবে এই নিয়ে তিনি বলেননি কিছুই, বরং ইঙ্গিত দিয়েছেন—“সব কিছু বলার নয়, কিছু সম্পর্ক নীরবতার মধ্যেই টিকে থাকে।” ফলে টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন—বাস্তবের স্বতন্ত্র ও পৃথা কি সত্যিই আবার একসঙ্গে?

Piya Chanda

                 

You cannot copy content of this page