Connect with us

Tollywood

Arijit in Kolkata: আপনার বাড়ির কাছেই হচ্ছে অরিজিৎ সিংয়ের কনসার্ট! টিকিটের দামে হতে পারে হার্ট অ্যাটাক! যাবেন নাকি?

Published

on

ArijitSingh1

কনসার্টের খবর হয়ে গেছিল অনেকদিন আগেই। টিকিটের মূল্য নিয়ে এক দফা কন্ট্রোভার্সিও হয়ে গিয়েছে। তবে এখন সবকিছু ফাইনাল। টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।

এখন অপেক্ষা শুধু এই দিনের। আগামী ১৮ তারিখ অরিজিৎ সিং – এর শো এর কনসার্টের টিকিট বেশ কয়েকটি ভাগে বিভক্ত। যে যেমন টিকিট করবেন সেরকম সুযোগ সুবিধা পাবেন। কনসার্ট শুরু হবে সন্ধ্যে ৬ টা থেকে। গেট খুলে দেওয়া হবে বিকেল ৫টায়।

ডায়ামন্ড লাউঞ্জ – টিকিটের দাম ৭৫ হাজার টাকা। একদম সামনে দুজনের বসার জায়গা পাবেন। সঙ্গে পাওয়া যাবে পছন্দ মতো সুরা, নন-অ্যালকোহলিক পানীয় ও খাবার।

As Arijit Singh turns a year older, we list out his songs that should be on  your playlist | Filmfare.com

প্ল্যাটিনাম – টিকিটের দাম ১২ হাজার টাকা। ঠিক এর পরি ধাপ। সুরা এবং খাবার দাবার কিনে নিতে হবে। বসার জায়গা পাবে।

সিলভার প্রিমিয়াম- পরবর্তী ধাপ। টিকিটের দাম সাড়ে ৬ হাজার টাকা। এখানেই খাবার ও পানীয় কিনে নিতে হবে। এর বেশ কিছু সিট এখনও ফাঁকা।

আর একদম শেষে দাঁড়িয়ে দেখার জন্য টিকিটের মূল্য হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।