Connect with us

Tollywood

বাদাম কাকুর বিয়ে হলো আবার! ফাজলামি হচ্ছে? মন্তব্য নেটিজেনদের

Published

on

Bhuban Badyakar marriage ismart judi

রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন বাদাম কাকু ভুবন বাদ্যকর। তার গাওয়া ‘কাঁচা বাদাম’ বাংলা ছাপিয়ে জনপ্রিয় হয়েছে বিদেশেও। আবার নতুন নতুন গান নাকি রেকর্ড করছেন ভুবন। আর খুব কম সময়েই এবার এক রিয়ালিটি শোয়ে দেখা গেলো সস্ত্রীক ভুবনকে।

দাদাগিরির মতো রিয়েলিটি শো- তে গিয়ে সৌরভের সাথে খেলে এসেছেন বাদাম কাকু। এবার আবার জিতের সঙ্গে খেলছেন ইস্মার্ট জোড়ি। এনেছেন নিজের স্ত্রীকেও।

স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে আবার সঞ্চালনার ভূমিকায় রয়েছেন অভিনেতা জিৎ। দারুন লাগছে ভুবন ও তাঁর স্ত্রীকে। টলিউডের জনপ্রিয় জুটি জিতু নবনীতা, রাজা মধুবনী, ভরত কল জয়শ্রী এদের সঙ্গে পাল্লা দিয়ে খেলবেন ভুবন কাকু। এক্কেবারে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু লুক তাঁর। এদিকে গ্রাম্য বধূ আবার নিজের বেশেই এসেছেন। তারকা হওয়ার আগে তাঁদের সংসারের টানাপোড়েন নিয়ে কথা বলেন ভুবন।

ভুবন কাকুকে কিছুদিন আগেই একবারে অন্যরকম একটা লুকে। বিদেশ থেকে গানের অফার পেয়েছেন তিনি। এবার তার প্রস্তুতি শেষ করে এই অনুষ্ঠানে এলেন তিনি।