জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর দেখা যাবেনা বদ ময়নার কাণ্ড কারখানা, প্রিয় সন্টু নেই, দর্শনা, সোহিনী, ইমনরা হারালেন প্রিয় বন্ধুকে

বাংলাদেশের জনপ্রিয় কুকুর সন্টু (Sontu) র চলে যাওয়া যেন হাজারো ভক্তের মনে গভীর দাগ কেটে গেছে। একসময় যে প্রাণচঞ্চল, হাসিখুশি মুখটি প্রতিদিন সোশ্যাল মিডিয়ার (Social Media) পর্দায় ভেসে উঠত, আজ সেটি শুধুই স্মৃতি। সন্টু শুধু একটি কুকুর (Dog) ছিল না, সে ছিল এক অনুভূতির নাম, ভালোবাসার প্রতিচ্ছবি। তার প্রতিটি কাণ্ডকারখানা, নিষ্পাপ চাহনি আর ভালোবাসায় ভরা আচরণে গড়ে উঠেছিল এক অদ্ভুত সম্পর্ক, যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সন্টুর মালিক প্রতিনিয়ত তার ছবি ও ভিডিও শেয়ার করতেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যেত।

কখনো সে দুষ্টুমি করত, কখনো মালিকের সঙ্গে খুনসুটি, আবার কখনো নির্লিপ্তভাবে তাকিয়ে থাকত ক্যামেরার দিকে—এসবই ছিল তার বিশেষত্ব। তার একেকটি মুহূর্ত যেন দর্শকদের ক্লান্ত দিনের মাঝে একটু প্রশান্তির পরশ বুলিয়ে দিত। তাই আজ সে না থাকায় ভক্তদের মনে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। গতকাল রাতে তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়ে। গতকাল রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া ভরে যায় শোকবার্তায়। ঠিক এর পরেই মানুষ আবেগ প্রবণ হয়ে পড়েন।

image 3

পোস্টটিতে লেখা ছিল “আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে। ২৬শে এপ্রিল ২০১৬ – ০২রা মার্চ ২০২৫ রাত ১১টা ১৫ মিনিটে ৮ বছরের প্রান প্রদীপ নিয়ে এসে আমার প্রান পাখি আমার প্রান নিয়ে চলে গেছে”। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, সন্টু আর নেই! কেউ লিখেছেন, “আমার মন খারাপের দিনে সন্টুর হাস্যরসাত্মক ভিডিওগুলো দেখতাম, আজ সে নেই, মনে হচ্ছে কাছের কেউ হারিয়ে গেল।” আরেকজন মন্তব্য করেছেন, “সন্তানসম স্নেহ দিয়েছিল ওর মালিক, আমরা দূর থেকে শুধু ভালোবেসেছি, কিন্তু আজ মনটা হাহাকার করছে।”

সন্টুর জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, দেশের বাইরেও তার অগণিত ভক্ত ছিল। তার নিষ্পাপ অভিব্যক্তি ও সরলতার প্রেমে পড়েছিল হাজারো মানুষ। প্রসঙ্গত বাঙালি অভিনেত্রী দর্শনা বণিক থেকে শুরু করে সোহিনী আরও অনেকের খুব প্রিয় ছিল সন্টু সৌরভ-দর্শনার বিয়েতেও এসেছিল। দর্শনা বণিকের সাথে সন্টুর সম্পর্ক ছিল অত্যন্ত ভালোবাসার। এমনকি গায়িকা ‘ইমন’ পর্যন্ত সন্টুর টানে তার বাড়িও গিয়েছেন। এমনকি বিদেশি অনেক পোষ্যপ্রেমীও তার ভিডিও দেখে আনন্দ পেতেন।

আজ সে চলে গেলেও তার স্মৃতি রয়ে যাবে অসংখ্য হৃদয়ে, প্রতিটি হাসির মুহূর্তে, ভালোবাসার প্রতিটি চিহ্নে। সন্টুর বিদায় এক যুগের অবসান, এক ভালোবাসার অধ্যায়ের সমাপ্তি। কিন্তু সে দেখিয়ে দিয়েছে, ভালোবাসা শুধু মানুষেই সীমাবদ্ধ নয়, প্রাণীরাও আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিতে পারে। সন্টু চলে গেছে, কিন্তু তার ভালোবাসাময় উপস্থিতি চিরকাল জীবন্ত থাকবে ভক্তদের মনে। সন্টু, তুমি ছিলে, আছো, থাকবে—ভালোবাসার এক অনন্ত গল্প হয়ে!

Piya Chanda

                 

You cannot copy content of this page