জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৌরভের জীবনে প্রেমের হাওয়া! মিঠাই ধারাবাহিকের জামাইবাবু নাকি মন দিয়ে ফেলেছেন সহ-অভিনেত্রীকে! জানেন কে সেই জনপ্রিয় অভিনেত্রী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘সৌরভ চ্যাটার্জি’ (Sourav Chatterjee), যিনি ধারাবাহিকের দুনিয়ায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছোট পর্দার তাঁর অভিনয়ের সাবলীলতা এবং পর্দার ক্যারিশ্মা অনেক বড় মাপের অভিনেতাদেরও চ্যালেঞ্জ দিতে পারে। অতীতে ‘মিঠাই’ ধারাবাহিকে জামাইবাবুর চরিত্রে অসামান্য অভিনয় করে সবার মন কেড়েছিলেন। বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “কথা”(Kothha) –তে নীলাদ্রি চরিত্রের জন্য।

অভিনয় জগতের পাশাপাশি সৌরভ তাঁর ব্যক্তিত্বের জন্যও চর্চার কেন্দ্রে রয়েছেন। পর্দার বাইরেও তিনি অত্যন্ত বন্ধুবৎসল, প্রাণবন্ত এবং হাসিখুশি একজন মানুষ। সহ-অভিনেতা ও সহকর্মীদের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক, যা স্পষ্ট হয় তাঁর সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্ট থেকে। দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতেও তিনি বেশ সক্রিয়, মাঝে মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ভক্তদের আপডেট দেন, সাম্প্রতিক শুরু করেছেন নিজের একটি পডকাস্ট চ্যানেলও।

image 56

টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, সৌরভ মন দিয়েছেন তারই সহ-অভিনেত্রীকে! প্রায়শই সমাজমাধ্যমে দুজন দুজনের সঙ্গে ছবি পোস্ট করছেন, যা দেখে অনুরাগীরা কৌতূহলী হয়ে উঠেছেন। গত বছর অক্টোবর মাসে অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সৌরভ লিখেছিলেন, “তোমায় হৃদ মাঝারে রাখবো”! এরপর থেকেই শুরু হয় আলোচনা, তবে কি সৌরভের মনের মানুষ তার সহ-অভিনেত্রী অলিভিয়া মালাকার (Olivia Malakar)?

“কথা” ধারাবাহিকে প্রিয়া ও নীলাদ্রির চরিত্রে অভিনয় করেন সৌরভ ও অলিভিয়া। সম্পর্কের টানাপোড়েন এবং রসায়ন দর্শকদের খুব কাছের মনে হয়েছে। নীলাদ্রির চরিত্রটিতে তিনি এতটাই প্রাণ ঢেলে দিয়েছেন যে, অনুরাগীরা বাস্তব জীবনেও তার ব্যক্তিত্বের মধ্যে চরিত্রের ছাপ খুঁজে পান। গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি অলিভিয়ার করা পোস্ট গুলিতে।

এদিন অলিভিয়া সৌরভের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল – “তুজমে রাব দিখতাহে ইয়ারা মে কেয়া কারু!” (Tujh Mein Rab Dikhta Hai) শুধু ক্যাপশনই নয়, তিনি এই জনপ্রিয় গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও যোগ করেছেন, যা ভক্তদের মনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। দর্শকরা মনে করছেন, এটি শুধুই অনস্ক্রিন রসায়নের বাইরে তাঁদের ব্যক্তিগত জীবনের সংযোগেরও ইঙ্গিত দেয়।

যদিও সৌরভ বা অলিভিয়া কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাঁদের অনুরাগীরা ইতিমধ্যেই তাঁদের “রিয়েল লাইফ কাপল” হিসেবে দেখতে শুরু করেছেন। এখন প্রশ্ন একটাই – এই গুঞ্জন কি শুধুই বন্ধুত্বের প্রকাশ, নাকি সত্যিই নতুন প্রেমের গল্প শুরু হতে চলেছে টলিউডে? দর্শকরা অপেক্ষায় আছেন আরও কিছু স্পষ্ট ইঙ্গিতের জন্য!

Piya Chanda

                 

You cannot copy content of this page