জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাছ, মাংস ছুঁয়েও দেখেনা! রামায়ণ, মহাভারতে তার অগাধ নেশা! টিভির ‘ছোট নেতাজি’ অঙ্কিত মজুমদারকে মনে আছে? তাঁর ব্যতিক্রমী জীবনযাত্রা শুনলে অবাক হবেন আপনিও!

বাংলার ছোটপর্দায় একসময় ঝড় তুলেছিল ‘ছোট নেতাজি’ (Netaji)। সেই চরিত্রে যাঁকে দেখে মুগ্ধ হয়েছিল দর্শক, তিনি অঙ্কিত মজুমদার (Ankit Mazumder)। শিশুবয়সেই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন তিনি। নেতাজির চরিত্রে তাঁর সাবলীল অভিনয় শুধু টিভির পর্দায় নয়, মানুষের মনে গেঁথে গিয়েছে চিরদিনের জন্য। ছোটবেলাতেই বড় চরিত্রের ভার সামলে নেওয়া এই খুদে অভিনেতা আজও সেই স্মৃতি নিয়ে এগিয়ে চলেছেন বিনোদন জগতে।

অঙ্কিতের জীবনযাপনও বেশ ব্যতিক্রমী। সাধারণত শিশুরা যেখানে ফাস্টফুড বা চকলেট পছন্দ করে, সেখানে অঙ্কিত ছোটবেলা থেকেই আমিষ খাবার ত্যাগ করেছে। মাছ, মাংস, পিঁয়াজ, রসুন কিছুই খায় না সে। তার সবচেয়ে প্রিয় খাবার মায়ের হাতে বানানো ডাল আর আলু ভাজা। খাদ্যাভ্যাসের মতোই তার মননেও রয়েছে এক অন্যরকম সংযম ও শুদ্ধতার ভাবনা।

image 57

বিনোদনের প্রতি অন্য শিশুদের মতো স্বাভাবিক আকর্ষণ থাকলেও, মোবাইল বা টিভির প্রতি আসক্তি নেই তার। বরং পুরান ও ইতিহাসের বই পড়তে ভালোবাসে সে। রামায়ণ, মহাভারত—এই মহাকাব্যগুলোর প্রতি তার বিশেষ আকর্ষণ। অবসর সময় পেলেই সে চুপচাপ বসে এসব পড়ে বা নিজের আঁকার খাতায় কিছু না কিছু ফুটিয়ে তোলে। দাবা খেলার প্রতিও তার ঝোঁক প্রবল, কারণ এতে বুদ্ধির বিকাশ হয় বলে মনে করে অঙ্কিত।

বড় হয়ে কী হতে চায় অঙ্কিত? সে জানায়, অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে সে একজন পরিচালক হতে চায়, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে গল্প বলতে চায় সে। সাম্প্রতি দাবা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অঙ্কিত। তবে বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করেই সে তার দক্ষতা আরও ঝালিয়ে নিচ্ছে।

যদিও সময়ের সঙ্গে সঙ্গে নানা চরিত্রে দেখা যাচ্ছে অঙ্কিতকে, তবুও বাঙালির হৃদয়ে সে চিরকাল ‘নেতাজি’ হয়েই থেকে যাবে। ছোটবেলায় যে চরিত্রটি দিয়ে দর্শকের মনে দাগ কেটেছিল, সেই স্মৃতি কোনোদিনই ম্লান হবে না। নতুন স্বপ্ন আর নিজের বিশ্বাসকে সঙ্গী করেই সে এগিয়ে চলেছে ভবিষ্যতের পথে। ভবিষ্যতে আরও সফল হোক অঙ্কিত এই আমাদের কামনা!

Piya Chanda

                 

You cannot copy content of this page