জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দা থেকে হঠাৎ গায়েব ছোট পর্দার ‘লক্ষ্মী’, এখন কী করছেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়? আবার কবে দেখা যাবে তাকে টিভির পর্দায়, অপেক্ষায় অনুরাগীরা!

এক সময় সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে পড়তেন দর্শকরা। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকের ‘লক্ষ্মী’ ছিল সবার ঘরের মেয়ে। সেই লক্ষ্মী অর্থাৎ বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় আজ আর ছোট পর্দায় তেমন দেখা যায় না। তাহলে কী করছেন তিনি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে। হালফিলে তাঁর সাম্প্রতিক ছবি দেখে অনেকেই অবাক, আগের থেকে যেন আরও ফিট এবং গ্ল্যামারাস।

ছোট থেকেই অভিনয় আর পড়াশোনা, দুই সমানতালে চালিয়ে গিয়েছেন বিজয়লক্ষ্মী। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ দিয়ে যাত্রা শুরু হলেও পরে ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’-র মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘চিনি’ ধারাবাহিকে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। তারপর থেকেই অনেক দিন ছোট পর্দায় তাঁকে আর দেখা যায়নি। তবে অভিনয় থেকে একেবারে সরেও যাননি।

Bijay lakshmi Chatterjee

বর্তমানে নিজের ফিটনেস নিয়েই বেশি মন দিয়েছেন বিজয়লক্ষ্মী। শরীরচর্চা, সাঁতার কাটা— সবই চলছে নিয়মিত। আগের তুলনায় অনেকটাই ছিপছিপে হয়েছেন তিনি। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স করছেন। অর্থাৎ নিজের ব্যক্তিগত উন্নতিতেও মন দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়লক্ষ্মী বলেন, ‘‘পড়াশোনার ফাঁকে শুটিং করতাম। এখন কিছুদিন হল ধারাবাহিক শেষ হয়েছে। তাই নিজেকে একটু তৈরি করছি।’’

অনেকের সঙ্গেই কথাবার্তা চলছে তাঁর। তবে এখনও পর্যন্ত কোনও নতুন কাজ চূড়ান্ত হয়নি। অভিনেত্রীর কথায়, ‘‘এমন কিছু চাই যাতে নিজেরও ভাল লাগে, দর্শকেরও ভাল লাগে। একাধিক পর্যায়ে আলোচনা চলছে। কখনও আমার পছন্দ হচ্ছে, আবার কখনও অন্য পক্ষের কিছু সমস্যা থাকছে। তাই এখনও পর্যন্ত কোনও প্রজেক্টে চূড়ান্ত সই করিনি।’’ অর্থাৎ সঠিক সুযোগের অপেক্ষাতেই রয়েছেন বিজয়লক্ষ্মী।

পর্দায় আপাতত অনুপস্থিত হলেও সমাজমাধ্যমে দারুণ সক্রিয় বিজয়লক্ষ্মী। মাঝেমধ্যেই নিজের নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেন। তাতেই স্পষ্ট, অভিনয় ছাড়লেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। বরং নিজেকে আরও ঝলমলে করে তুলছেন। এখন দেখার, কোন নতুন চরিত্র বা গল্পে আবার দেখা যায় ছোট পর্দার আদৃত ‘লক্ষ্মী’কে।

Piya Chanda

                 

You cannot copy content of this page