জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডে আসছে নতুন জুটি! এবার পর্দায় একসঙ্গে ধরা দেবেন মানালি-সৃজলা! কোন চ্যানেলে?

টলিউডের ফের আসতে চলেছে নতুন জুটি। বহুদিন পর নতুন জুটির খবর পেয়ে আগ্রহী হয়ে রয়েছে বাংলার দর্শকরা। তবে, এই জুটি কোনো নায়ক-নায়িকার নয়, বরং ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীকে জুটি বাঁধতে দেখা যাবে।

শোনা যাচ্ছে, বহুদিন পর আবারও পর্দায় ফিরতে চলেছে সৃজিলা গুহ। এই অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মানালি দে’কে। এদিকে, আবার মানালির অভিনীত ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’ সবে মাত্র কিছুদিন হল শেষ সম্প্রচার হয়েছে।

তাহলে, কি আবার ছোটপর্দায় কোনো নতুন গল্প আনছে এই জুটি? সিনেমা নাকি সিরিয়াল, সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে জানা গেল আর কিছুদিনের মধ্যেই মানালি-সৃজিলা অভিনীত ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে ওয়েব সিরিজ আসতে চলেছে নেট দুনিয়ায়।

হইচই’-এর মাধ্যমে আসন্ন এই ওয়েব সিরিজের নাম ‘বাতাসে গুনগুন’। ত্রিকোণ প্রেমের গল্পে এই দুই অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। বলাই বাহুল্য, সদ্য মুক্তি প্রাপ্ত এই সিরিজের টিজার দেখে আগ্রহী রয়েছে বহু দর্শকেরা।

চলতি মাসের ২০তারিখে ওয়েব দুনিয়ায় মুক্তি পাবে এই সিরিজ। এখন দেখার বিষয় এটাই যে, রহস্যে ঘেরা এই সিরিজ দর্শকদের মনে কতটা জাঁকিয়ে বসতে পারে?

Piya Chanda

                 

You cannot copy content of this page