জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বর্ধমান থেকে বড়পর্দা! জ্যোতির্ময়ীর জীবনের গল্প যেন সিনেমার চিত্রনাট্য, কিভাবে দেবের নায়িকা হয়ে উঠলেন এই নবাগতা অভিনেত্রী?

ছিপছিপে গড়ন, লম্বা উচ্চতা, উজ্জ্বল চোখ আর আত্মবিশ্বাসী উপস্থিতি এই মুহূর্তে টলিপাড়ায় নতুন আলোচনার নাম জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের বিপরীতে তাঁর প্রথম বড়পর্দার অভিষেক হতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’-এর মাধ্যমে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ঝলকেই দর্শকের নজর কেড়েছেন তিনি। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে পরিশ্রমে ভরা এক দীর্ঘ পথচলা, যা একেবারেই সহজ ছিল না। ইন্ডাস্ট্রির সঙ্গে পারিবারিক কোনও যোগ না থাকলেও স্বপ্ন দেখার সাহস হারাননি বর্ধমানের এই মেয়ে।

বর্ধমানেই বেড়ে ওঠা জ্যোতির্ময়ীর। ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল মডেলিং ও অভিনয়ে। তবে স্বপ্নের পথে হাঁটতে গিয়ে প্রতিদিন বর্ধমান থেকে কলকাতায় যাতায়াত করা ছিল বড় চ্যালেঞ্জ। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই সময়ে মা বাবার সমর্থনই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। রক্ষণশীলতার বাঁধন তাঁকে কখনও আটকে রাখতে পারেনি। যেটা করতে চেয়েছেন, সেটাই করার স্বাধীনতা পেয়েছেন পরিবারের কাছ থেকে। এই মানসিক জোরই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

ধারাবাহিকের সুযোগ আসার পর পাকাপাকি ভাবে কলকাতায় থাকা শুরু করেন জ্যোতির্ময়ী। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম দর্শকের সামনে আসে তাঁর মুখ। ছোটপর্দার অভিজ্ঞতাই তাঁকে আত্মবিশ্বাস দেয় বড় স্বপ্ন দেখার। তবে অভিনয়ের জগতে তাঁর প্রবেশের গল্পটা বেশ অন্যরকম। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সাধারণ ছবি থেকেই খুলে যায় সুযোগের দরজা। প্রথমে কিছু না বুঝলেও ধীরে ধীরে কাজের জগৎকে চিনতে শেখেন তিনি।

মিঠুন চক্রবর্তী ও দেবের মতো তারকাদের সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পেয়ে বিশ্বাসই করতে পারেননি জ্যোতির্ময়ী। শুটিং ফ্লোরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন তিনি। বড় তারকাদের সঙ্গে কাজ করছেন এই অনুভূতিটা মাথায় না আনাতেই অভিনয়টা সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। এই অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে।

আগামী দিনে ছোটপর্দা না বড়পর্দা কোনটা বেছে নেবেন, সে বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না জ্যোতির্ময়ী। তাঁর কাছে কাজটাই আসল। আপাতত সমস্ত মনোযোগ ২৫ ডিসেম্বরের দিকে। ওই দিন মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। বর্ধমানের মেয়ে থেকে দেবের নায়িকা হয়ে ওঠার এই যাত্রা নিঃসন্দেহে বহু স্বপ্ন দেখা তরুণীর অনুপ্রেরণা হয়ে থাকবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page