জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উজির সামনে ভয়ঙ্কর সত্য! ঋষি নয়, বাবার আসল খু’নি শঙ্খ আর মেসো! আসানসোলের মাটিতেই হবে প্রতিশোধ, বাবার জমিতেই শাস্তি পাবে আসল অপরাধীরা! ‘জোয়ার ভাঁটা’য় ভিত পুজোতেই উঠবে ঝড়!

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আবার জিৎ বসুকে বোকা বানিয়ে নিশা পালিয়ে যায় নাকের ডগা দিয়ে। কিন্তু পুলিশেরা কিচ্ছু করতে পারে না। কিছুটা দূর নিশাদের ধাওয়া করেও শেষ পর্যন্ত হার মানতে হয় জিৎ বসুকে। এই খবরটা পুলিশ ফোন করে ব্যানার্জি বাড়িতে দেয়।

খবরটা সুনে উজি নিশ্চিন্ত হয় যে তাঁর দিদি এবারও বেঁচে গেছে। ওদিকে নিশা ভানুকে বলে, ওই গয়নাগুলো আর এখানে বিক্রি করা যাবে না। বাইরে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। কিন্তু ভানু ভয় পায় যে জিৎ বসু না সেখানেও তাদের পিছু নেয়, আর একবার ধরতে পারলে তো আজীবন জেলে কাটাতে হবে। এই কথা শুনে নিশা খুব রেগে যায়।

সে ভানুকে বলে, আগামী দুই দিনের মধ্যে জিৎ বসুকে এমন নাজেরহল করে দেবে যে বদলি নিতে বাধ্য হবে। সবাই বুঝে যাবে যে অফিসার জিৎ বসু একজন ব্যর্থ পুলিশ। ব্যানার্জি বাড়িতে আবার ঋষি উজিকে ঘরে নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। উজি সেখানে গিয়ে চমকে যায় সব দেখে। ঋষি তাকে আসানসোলের জমিতে কী কী করবে তার পরিকল্পনা ভাগ করে।

ঋষি বলে যে হরিপ্রসাদ মিত্রের জমিটা ছাড়া এই স্বপ্নের নির্মাণ কখনও সম্ভব হতো না, তাই উজির পাশাপাশি প্রথম ইট হরিপ্রসাদ বাবুও রাখুক এটা চায় ঋষি। উজি ঋষির কথা শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এদিকে ঋষি বলে যে অনেকদিন হরিপ্রসাদ মিত্রের সঙ্গে কোনও যোগাযোগ নেই, কিন্তু ওনাকে ফোন করে পরিকল্পনাটা শোনালে উনি নিশ্চই খুশি হবেন।

শঙ্খ আর মেসো এদিকে চিন্তায় আছে যে আসানসোল ঋষি গেলেই তো সব ধরা পড়ে যাবে! মেসো শঙ্খকে পরামর্শ দেয় যে, আগে আসানসোল গিয়ে যেন খবর নেয় যে কারোর হরিপ্রসাদ মিত্রের মৃ’ত্যুর কথাটা মনে আছে কিনা। আর ঋষিকে ওখানে যাওয়া থেকে না আটকানো গেলেও, পুজোতে কোনও মিডিয়া বা এলাকার লোকেদের থাকতে দেওয়া যাবে না।

ঋষি শঙ্খ আর মেসোকে ডেকে পাঠায়। ঋষি বলে যে হরিপ্রসাদ মিত্রের সঙ্গে যোগাযোগ করে ভিত পুজোর জন্য নিমন্ত্রণ করতে। হরিপ্রসাদের নাম শুনেই মুখ ফ্যাকাসে হয়ে যায় দু’জনের। উজি বুঝতে পারে যে এরাই তার বাবার মৃত্যুর সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত, নাহলে ঋষির তো কখনও অসস্তি বোধ হয় না হরিপ্রসাদ মিত্রের নাম শুনলে। এরপর ঋষি গিয়ে নিশাকেও নিমন্ত্রণ করে পুজোর জন্য, নিজের বাবার নাম শুনে কী প্রতিক্রিয়া হবে তার?

Piya Chanda

                 

You cannot copy content of this page