টলিউডে সাম্প্রতিক সময়ে তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে যে কয়েকটি ঘটনা চর্চার বিষয় হয়েছে, তার মধ্যে অন্যতম অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ে। প্রায় মেয়ের বয়সী ঋত্বিকা গিরির সঙ্গে, গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে তাঁর প্রথম দাম্পত্য জীবন নিয়ে। অভিযোগ, আইনিভাবে আগের সম্পর্কের সমাপ্তি না ঘটিয়েই তিনি নতুন করে সংসার শুরু করেছেন। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক ও বিনোদন মহল দুই জায়গাতেই শুরু হয় সমালোচনা।
এই বিতর্কে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তাঁর পরিবারের প্রতিক্রিয়া। হিরণের মেয়ে নিয়াসা প্রকাশ্যে জানিয়েছেন, এই ঘটনার ধাক্কা তিনি মানসিকভাবে সামলাতে পারছেন না। বাবার সঙ্গে দূরত্ব আগেই তৈরি হয়েছিল, তবু হঠাৎ বিয়ের ছবি সমাজ মাধ্যমে বিয়ের ছবি দেখে তিনি ভেঙে পড়েন। তাঁর কথায়, মায়ের (অনিন্দিতা চট্টোপাধ্যায়) কষ্টের মুহূর্ত সামনে দেখে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। পরিবার ভাঙনের অনুভূতি যে কতটা গভীর, তা তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল।
অন্যদিকে, অভিনেতার প্রথম স্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ভিন্ন দিক। তাঁর দাবি, আলাদা থাকলেও যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল না। কখনও কখনও হিরণ নাকি পুরনো সম্পর্কে ফেরার কথাও বলেছেন। সেই প্রেক্ষাপটে নতুন বিয়ের ঘটনাকে তিনি আবেগ নিয়ে খেলা বলেই মনে করছেন। একই সঙ্গে তিনি এবং তাঁর মেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। যদিও হিরণ জানিয়েছেন, তিনি বছর পাঁচেক ধরেই এই সম্পর্ক থেকে বেরোতে চাইছিলেন।
এমন পরিস্থিতিতে যে ইন্ডাস্ট্রিতে তিনি এত বছর কাজ করেছেন, সেখানে প্রতিক্রিয়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেউ সরাসরি মন্তব্য না করলেও, সবাই কমবেশি চর্চায় অংশগ্রহণ করেছেন। সমাজ মাধ্যম থেকে আড্ডার টেবিল, সব জায়গাতেই এই বিয়ে নিয়ে চলছে কটাক্ষ আর বিশ্লেষণ। ব্যক্তিগত বিষয় হলেও, জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার কারণে বিষয়টি যে আর ব্যক্তিগত সীমার মধ্যে থাকছে না, সেটাই স্পষ্ট। তবে, এই পুরো বিতর্কের মধ্যে বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিতের মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে!
আরও পড়ুনঃ “তুমি একদিনে নিজেকে শান্ত করতে পারবে না, প্রতিদিন নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে যেতে যেতেই হবে” সংযম ও ধৈর্যের পথেই আসল সাফল্য লুকিয়ে! দর্শকদের উদ্দেশ্যে জীবন নিয়ে কী বার্তা কণ্ঠশিল্পী কৌশিকী চক্রবর্তীর?
গতকাল, রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে আরও অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই তাঁকে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হতেই, তিনি স্পষ্ট করে জানান যে, “হিরণ বিয়ে করেছে তো আমার তাতে কী? আমায় তো নিমন্ত্রণ করেনি, নিমন্ত্রণ করলে না হয় কথা হত! খেলাম না কিছুই, কথা বলব কী? ব্যক্তিগত হোক আর পার্টি, ওর ব্যাপারটা ওই বুঝবে।” এক কথায় তিনি বলেন, এই বিয়ে নিয়ে এল আলাদা করে কিছু বলার নেই। তাঁর এই মন্তব্যই যেন সব আলোচনার ভিড়ে অন্য সুর এনে দিল।
