জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের অ্যাটাক প্রসেনজিৎকে, ‘ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ ভীষণ প্রভাবশালী,ওর কথা ছাড়া কিছু হয় না!’, টলিপাড়ার নয়া কেচ্ছা জানালেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

বাংলা সিনেমা জগতের দুই পরিচিত মুখ চিরঞ্জিত চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়। অপরদিকে অন্যতম বিখ্যাত মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা।

একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন সকলেই। এবার দুই বন্ধুর আড্ডা জমে উঠলো জি বাংলায়। অপুর সংসার অনুষ্ঠানে আসেন চিরঞ্জিত। সঞ্চালক হিসেবে অনুষ্ঠানে ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়। পুরনো প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক হয়ে ওঠেন চিরঞ্জিত।

কর্পোরেটের কাজ ছেড়ে চিরঞ্জিত যোগ দিয়েছিলেন সিনেমায়। চিরঞ্জিত মনে করেন এই মুহূর্তে বাংলা সিনেমায় কোন স্টার নেই। কারণ তাঁর মতে যার মধ্যে স্টারডম থাকে সে প্রডিউসারের পেছনে ঘোরে না। বরং তারা ডিরেক্টরের পেছনে ঘোরে।

অভিনেতা নিঃসংকোচে বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোন আর্টিস্ট নেই যে প্রযোজকের পিছনে না ঘুরে ডিরেক্টরের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করে। তিনি অভিনেতা দেব বা জিৎকে স্টার বলতে নারাজ কারণ তারা নিজেরাই নিজেদের ছবি প্রযোজনা করে।

চিরঞ্জিত নিজে একসময় বিশাল পরিমাণ স্টারডম পেয়েছিলেন কিন্তু তিনি সেটা ধরে রাখতে পারেননি, এ কথা স্বীকার করে নিয়েছেন অকপটে। বর্তমানে এমন ভুলটাই করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেতা এও বলেন যে বর্তমানে সিনেমা নয় শুধুমাত্র টেলিভিশনের জোরেই এই ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে। পাশাপাশি সিনেমা নিয়ে আলোচনা হবে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা হবে না এটা হয় না। বলা হয় যে প্রায় ৩০ বছর বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই প্রসেনজিতের প্রসঙ্গ উঠতেই চিরঞ্জিত পাল্টা প্রশ্ন করেন যে তিনি বা অন্য কোনো তারকা কি সেই সময় ছিলেন না?

তাঁর মতে এটা আসলে একরকম পাবলিসিটি। এছাড়া প্রসেনজিতের সম্পর্কে চিরঞ্জিত জানান যে তিনি সফল একজন ব্যক্তিত্ব। ইন্ডাস্ট্রির সবকিছু তার নখদর্পণে। তবে তিনি প্রচণ্ড প্রভাবশালী আর সেই কারণে ইন্ডাস্ট্রিতে কেউ তাঁর বিরুদ্ধে কিছু বলে না।

Piya Chanda