বলিউড অভিনেত্রী রিমি সেন প্রতারণার শিকার হয়েছেন। ৪.১৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তাঁর থেকে। তাঁকে প্রতারণা করেছে এক ব্যবসায়ী এমনটাই অভিযোগ উঠেছে।
অভিনেত্রী দাবি করেছেন ওই ব্যবসায়ী তাকে বলে সে নতুন ব্যবসার কাজে সেই টাকা বিনিয়োগ করতে চায়। এমনকি শর্ত এটাই হয় যে লভ্যাংশের ৩০% সুদে পাবেন অভিনেত্রী। রিমি সেনের অভিযোগে উপর ভিত্তি করে খার পুলিশ স্টেশনে একটি FIR দায়ের করা হয়েছে।
রিমি সেন এর আসল নাম শুভমিত্রা সেন।নায়িকা পুলিশকে জানিয়েছেন যে তাঁর একটি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে এবং মুম্বইয়ের খারে সেই অফিসটি রয়েছে। ২০১৯ সালে জিমে অভিযুক্ত রৌনক ব্যাসের সঙ্গে দেখা হয় নায়িকা রিমি সেনের। আন্ধেরি পশ্চিমে অবস্থিত ছিল সেই জিম। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়।রৌনক নায়িকার সঙ্গে একটি বিনিয়োগ প্ল্যান নিয়ে কথা বলে। সেখানে জানায় যে সে একটি নতুন ব্যবসা করতে চাইছে।
নায়িকা যে পরিমাণ বিনিয়োগ করবেন তার ৩০ থেকে ৪০ শতাংশ লাভ তিনি পাবেন। নায়িকা এই শর্তে রাজি হয়ে যান। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নায়িকা প্রায় ৪.৪ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এরপর হঠাৎ করে যখন নায়িকা সেই অভিযুক্তকে টাকার ব্যাপারে কথা জিজ্ঞাসা করেন তখন থেকে সে এগিয়ে যেতে থাকে নায়িকাকে।
শেষমেষ নায়িকা জানতে পারেন যে কোন ব্যবসা শুরুই করেনি সেই ব্যক্তি এবং যে টাকার হিসেব সে দেখিয়েছিল সেটাও সম্পূর্ণ মিথ্যা। এরপর বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন নায়িকা।